shono
Advertisement
Vrindavan Banke Bihar temple

পবিত্রতা নষ্ট হচ্ছে মিনি স্কার্ট, ছেঁড়া জিনসে! 'ভদ্র পোশাক' পরার নির্দেশ বৃন্দাবনের মন্দিরের

ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি পর্যন্ত বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে হাজার হাজার ভক্তের ঢল নামে।
Published By: Subhajit MandalPosted: 12:39 PM Dec 22, 2024Updated: 12:39 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি স্কার্ট, ছেঁড়া জিনস, রাত পোশাক। ভক্তদের দায়িত্বজ্ঞানহীন পোশাক নির্বাচনে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে। ক্ষুব্ধ বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে ভক্তদের 'ভদ্র' পোশাক পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বাঁকে বিহারী মন্দিরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "মিনি স্কার্ট, ছেঁড়া জিন্‌স, হাফ প্যান্ট বা রাতপোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। এতে মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়। আপনারা ভদ্র পোশাক পরে আসুন। এটা আমাদের অনুরোধ।" মন্দির কর্তৃপক্ষ বলছে, মন্দিরের ঐতিহ্য এবং মর্যাদাকে সম্মান করা উচিত ভক্তদের। সব জায়গার কিছু নিয়ম থাকে, সেটা সবার অনুসরণ করা উচিত।

আসলে ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি পর্যন্ত বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে হাজার হাজার ভক্তের ঢল নামে। ভিনরাজ্য থেকে তো বটেই ভিনদেশ থেকেও বহু ভক্ত সমাগম হয় মন্দির চত্বরে। মন্দির কর্তৃপক্ষ বলছে, ইদানিং দেখা যাচ্ছে ভক্তরা যে কোনও পোশাক পরে মন্দিরে চলে আসছেন। রাত পোশাক, ছেঁড়া জিনস, মিনি স্কার্ট সবই পরে আসছেন ভক্তরা। বিশেষ করে ভিনরাজ্যের দর্শণার্থীদের মধ্যে এই প্রবণতা চোখে পড়ছে। সেকারণেই পোশাক বিধি। বৃন্দাবনের রাস্তায় এ নিয়ে হোর্ডিংও দেওয়া হয়েছে।

বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির দেশের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির একটি। এই মন্দিরে কৃষ্ণ এবং রাধার সম্মিলিত রূপ পূজিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মন্দিরে যান। তবে এবার বাঁকে বিহারী মন্দিরে যাওয়ার আগে পোশাক বিধি মানতে হবে ভক্তদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভক্তদের দায়িত্বজ্ঞানহীন পোশাক নির্বাচনে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে।
  • ক্ষুব্ধ বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ।
  • মন্দিরে ভক্তদের ভদ্র পোশাক পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement