সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023) শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এবং এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের দায়িত্ব নিতে পারেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এমনই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার দাবি, “অতীতে দ্রাবিড় (Rahul Dravid) যখন বিশ্রামে ছিলেন, তখন কোচের দায়িত্ব সামলেছিলেন লক্ষ্মণ। এক্ষেত্রেও তাই হতে পারে।”
বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি রয়েছে চলতি বিশ্বকাপ পর্যন্ত। বিসিসিআই সূত্রে খবর, তারা দ্রাবিড়কে অনুরোধ করবে নতুন করে কোচের পদে আবেদন করতে। যদিও দ্রাবিড় নতুন করে কোচের পদের জন্য আবেদন করবেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। কারণ জাতীয় দলের দায়িত্ব মানেই বাড়তি চাপ, সঙ্গে পরিবার ছেড়ে দীর্ঘ সময় বাইরে থাকার চ্যালেঞ্জ। নতুন করে তাই জাতীয় দলের হেড কোচের পদে আবেদন নাও করতে পারেন দ্রাবিড়।
[আরও পড়ুন: এখনও অবসর নিইনি, ফের আইপিএল খেলা নিশ্চিত করে দিলেন ধোনি!]
বদলে অন্য একটা সম্ভাবনা জোরালো হচ্ছে। শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরে এসে ফের আইপিএলে ফিরতে পারেন ‘মিস্টার ডিপেন্ডবল’। অতীতে দ্রাবিড় দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব পালন করেছেন। একান্তই দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্ব ছাড়েন তবে পরবর্তী কোচ হওয়ার দৌড়ে লক্ষ্মণই সবার আগে থাকবেন বলে মনে করা হচ্ছে। কারণ, লক্ষ্মণ এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। তার উপর বিভিন্ন সময়ে জাতীয় দলের দায়িত্বও সামলেছেন। ফলে জাতীয় দল নিয়ে ওয়াকিবহাল তিনি।