আলাপন সাহা: রাহুল দ্রাবিড় ভারতীয় টিমের কোচের দায়িত্ব ছাড়ার পর শোনা যাচ্ছিল যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ছাড়তে পারেন ভিভিএস লক্ষ্মণ। এটাও শোনা যাচ্ছিল যে আবার আইপিএল দুনিয়ার ফিরতে পারেন লক্ষ্মণ। আর ভিভিএসের বদলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধানের দায়িত্বে আসতে পারেন ভারতীয় টিমের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তবে এরই মধ্যে ভারতীয় বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দেন, যে এনসিএ প্রধান হিসেবে লক্ষ্মণই থাকছেন। তাঁর সঙ্গে নতুন চুক্তিও করা হচ্ছে।
[আরও পড়ুন: ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন LGBTQরাও, নির্দেশিকা কেন্দ্রের]
তবে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে খবর নিয়ে যা জানা গেল, তাতে লক্ষ্মণ ফের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধানের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ঠিকই। যদিও তিনি দীর্ঘমেয়াদি চুক্তি করেননি। ভিভিএস নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কোনও দীর্ঘমেয়াদি কোনও চুক্তি করতে ইচ্ছুক নন। তাই ঠিক হয় যে লক্ষ্মণের সঙ্গে আপাতত স্বল্প মেয়াদের চুক্তি করা হবে। বোর্ডের সঙ্গে যুক্ত কেউ কেউ বলছিলেন, প্রাথমিকভাবে নকি দীর্ঘমেয়াদি চুক্তি করার পরিকল্পনা ছিল ভিভিএসের। কিন্তু তিনি রাজি না হওয়ায় পরিকল্পনা বদল করতে হয়েছে।
আপাতত যা শোনা যাচ্ছে, তাতে ছয় মাস কিংবা এক বছরের নতুন চুক্তি করা হচ্ছে ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটারের সঙ্গে। কেউ কেউ এটাও মনে করছেন ছয় মাসের চুক্তি যদি হয়, তাহলে সেটা আইপিএলের আগেই শেষ হয়ে যাবে। কারণ ভিভিএসের সঙ্গে যে নতুন চুক্তি করা হচ্ছে, সেটা সেপ্টেম্বর থেকে। ফলে তখন যদি ভিভিএস চুক্তি বাড়াতে আর রাজি না হন, সেক্ষেত্রে তিনি আইপিএলে যেতেই পারেন। শেষমেশ ভিভিএস কী করেন, সেটাই দেখার।