সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, করোনা কালে রাজ্যের দুই জেলার সরকারি হাসপাতালে নার্স (Nurse) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ২৯টি এবং পশ্চিম বর্ধমানে ২৩টি শূন্যপদ রয়েছে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
Advertisement
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
বিএসসি নার্সিং/জিএনএম কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পাবেন কারা? তালিকা প্রকাশ ২১ জুন]
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ১৭ হাজার ২২০ টাকা করে বেতন পাবেন।
- ইন্টারভিউর (Walk-In-Interview) মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
- আগামী পশ্চিম মেদিনীপুরের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে মেদিনীপুর টাউনের ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। আগামী ২৪ জুন সকাল সাড়ে দশটার মধ্যে প্রার্থীদের নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে।
- পশ্চিম বর্ধমানের প্রার্থীদের ইন্টারভিউ দিতে আসানসোলে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যেতে হবে। আগামী ২২ জুন বেলা বারোটার মধ্যে নির্দিষ্ট স্থানে আগ্রহীদের উপস্থিত থাকতে হবে।
এছাড়াও আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটির জন্য https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।