সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে শহরে বিপর্যয়। ভেঙে পড়ল মহম্মদ আলি পার্কের পাঁচিল। তবে হতাহতের কোনও খবর নেই। বিপর্যয়ের খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছায় দমদম ও পুলিশ। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় চলছে পাঁচিল মেরামতির কাজ।
[আরও পড়ুন: ছুটির সকালে শহরে ফের অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল রেস্তরাঁ]
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শনিবার দিনভর শহরে বন্ধ ছিল পানীয় জল সরবরাহ। জানা গিয়েছে, রাতে যখন সেন্ট্রাল অ্যাভিনিউতে মেট্রো রেলের কাজ চলছিল, তখন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মহম্মদ আলি পার্কের পাঁচিলের একাংশ। তবে রাতে দুর্ঘটনাটি ঘটায় কেউ হতাহত হননি। খবর পাওয়ামাত্রই রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মী ও পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলে পাঁচিল মেরামতি কাজ। তবে এখনও পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল স্বাভাবিক।
শহরের অন্যতম পুরনো ও নামী দুর্গাপুজোগুলির অন্যতম মহম্মদ আলি পার্কের পুজো। সেন্ট্রাল অ্যাভিনিউ-এর ধারে পুরু পাঁচিল দিয়ে ঘেরা পার্কটি। দিনভর মহম্মদ আলি পার্কের সামনে ফুটপাত দিয়ে লোকজনের চলাফেরা লেগেই থাকে৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সকালে যদি পাঁচিলটি ভেঙে পড়ত, তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। নেহাতই বরাতজোরে রক্ষা পেয়েছেন তাঁরা। কিন্তু, পাঁচিলটি ভেঙে পড়ল কেন? তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
[ আরও পড়ুন: শহরের একাধিক হোটেলে জোর তল্লাশি রাজস্ব দপ্তরের, উদ্ধার বিপুল সোনা]
The post হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মহম্মদ আলি পার্কের পাঁচিল, এলাকায় আতঙ্ক appeared first on Sangbad Pratidin.