shono
Advertisement
Waqf Bill

ওয়াকফ সংশোধনী বিলের যৌথ সংসদীয় কমিটি কেন্দ্রের, ফের 'মুখোমুখি' কল্যাণ-অভিজিৎ

অভিজিৎবাবু কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন এবং পরে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর বেশ কয়েকবার তাঁর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Published By: Subhajit MandalPosted: 10:38 AM Aug 10, 2024Updated: 10:38 AM Aug 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও বিরোধীদের আপত্তিতে তা পাশ করাতে পারেনি সরকার। বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। শুক্রবার সেই সংসদীয় কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করল সংসদের সচিবালয়। তাৎপর্যপূর্ণভাবে ওই কমিটিতে ফের মুখোমুখি হবেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

অভিজিৎবাবু কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন এবং পরে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর বেশ কয়েকবার তাঁর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বস্তুত প্রকাশ্যে একাধিকবার অভিজিৎকে নিয়ে রীতিমতো রসিকতা করেছেন কল্যাণ। এবার একই কমিটিতে একই সঙ্গে কাজ করতে হবে। যদিও তাঁরা যে একে অপরের বিরোধিতা করবেন, সেটা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: দেহের পাশে অন্তর্বাস, জিনস! তরুণী ডাক্তারের দেহ উদ্ধারে তৈরি SIT, রুজু খুনের মামলা]

শুক্রবার সেই কমিটি তৈরি হয়েছে। তাতে লোকসভার পাশাপাশি রাজ্যসভার ১০ জন সদস্য রয়েছেন। ২১ জন সদস্যের সেই কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল, নিশিকান্ত দুবে, তেজস্বী সূর্যরা। রয়েছেন আইনজীবী সাংসদ অভিজিৎও। কংগ্রেসের তরফে রয়েছেন গৌরব গগৈ, ইমরান মাসুদ, মহম্মদ জাভেদ। তৃণমূলের একমাত্র প্রতিনিধি কল্যাণ। ওয়াকফ বিল পর্যবেক্ষণের যে কমিটি হয়েছে তাতে সংখ্যাগরিষ্ঠ সদস্য অবশ্য প্রত্যাশিতভাবেই এনডিএ শিবিরের।

[আরও পড়ুন: আবাস যোজনায় বরাদ্দ অর্থ প্রদান, সংরক্ষণ-সহ ৫ বড় ঘোষণা কেন্দ্রের

শুক্রবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে সংসদের দুই কক্ষের অধিবেশন। ২১ সদস্যের এই যৌথ সংসদীয় কমিটিকে আগামী অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে। ওই যৌথ কমিটির বৈঠকগুলিতে ফের কল্যাণ এবং অভিজিৎ বাদানুবাদে জড়ান কিনা, সেটাই দেখার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও বিরোধীদের আপত্তিতে তা পাশ করাতে পারেনি সরকার।
  • বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে।
  • শুক্রবার সেই সংসদীয় কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করল সংসদের সচিবালয়।
Advertisement