সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে ওঁরা কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। দুই দেশের ক্রিকেটারদের কথা বলা হচ্ছে। এবং একে অপরকে দেখে নেওয়ার এই ব্যাপারটা চলে আসছে বছরের পর বছর ধরে। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মাঠের লড়াইকে কেন্দ্র করে উন্মত্ত আচরণ করেন অগণিত ক্রিকেটপ্রেমী। তবে এই বাড়তি উন্মাদনা একেবারেই মেনে নিতে পারছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং ওয়াসিম আক্রম (Wasim Akram)। ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) দুই তারকাই একহাত নেন দুই পক্ষের সমর্থকদের। তাঁদের অনুরোধ, ক্রিকেটারদের সম্মান দিন এবং ব্যঙ্গ করা থেকে দূরে থাকুন।
‘সুলতান অফ সুইং’ আক্রম বলেন, “দুই দেশেরই কিছু জনপ্রিয় ব্যক্তি আছেন যাঁরা সাধারণ মানুষকে উসকে দেন এসব করতে। আমরা সবাই নিজেদের দেশকে সম্মান করি। আপনারা নিজের দেশকে সম্মান করেন আর আমরাও নিজেদের দেশকে সম্মান করি। এখানেই ব্যাপারটা শেষ করা হোক। ব্যঙ্গ করার পরিবর্তে একে অপরকে সম্মান করুন। কারণ দিনের শেষে এটা শুধুমাত্র একটা খেলা।”
[আরও পড়ুন: চরম ব্যাটিং ব্যর্থতার জের, বিজয় হাজারেতে তামিলনাড়ুর কাছে বাংলার লজ্জার হার]
এই প্রসঙ্গে গৌতম গম্ভীরও বলেন, “সত্যি বলতে গেলে এটা দেখতে আমার খুবই অদ্ভুত লাগে যখন দুই দেশের সমর্থক একে অপরের হার উদযাপন করে। এতে সেলিব্রেট করার মতো কী আছে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। অন্যের হারের বদলে নিজের দেশের জয় উদযাপন করুন। সেটা দেখতেও ভালো লাগে। এরকম নোংরা মানসিকতা দ্রুত বদলানো উচিত, বিশেষ করে খেলার ক্ষেত্রে।”
আক্রম ও গম্ভীর নিজেদের মতো করে বক্তব্য রেখেছেন। কিন্তু এতে কি আদৌ দুই প্রতিবেশী দেশের উন্মত্ত ক্রিকেটপ্রেমীদের মানসিকতায় বদল আসবে? আশায় ক্রিকেট দুনিয়া।