সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচিলের নকশা তৈরি করতে শুরু করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের দক্ষিণভাগে পড়শি দেশ মেক্সিকো সীমান্ত বরাবর এই উচুঁ দেওয়ালের নকশা তৈরির কথা জানিয়ে বুধবার আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পাঁচিলের ডিজাইন তৈরি হচ্ছে। অনেকেই ভেবেছিলেন, ট্রাম্প মজা করছেন। কিন্তু আমি মজা করিনি, আমি মজা করি না।’
এদিন হোয়াই হাউসে কাউন্টি শেরিফের সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যাঁরা ভেবেছিলেন আমি মজা করেছিলাম, তাঁদের বলছি আমি মজা করি না। এধরনের জিনিস নিয়ে আমি কখনও মজা করি না। আমাদের একটা বিশাল পাঁচিল হবে। এমন পাঁচিল যা সবার অনেক কাজে আসবে।’
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারেই মেক্সিকো সীমান্তে এই পাঁচিল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান রুখতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন মার্কিন ধনকুবের। সেই প্রতিশ্রুতিই এবার পূরণ করতে চলেছেন ট্রাম্প।
(সিরিয়ায় মার্কিন হানায় নিহত লাদেন ঘনিষ্ঠ আল-কায়দা জঙ্গি)
পাঁচিলের প্রাসঙ্গিকতা বোঝাতে গিয়ে তিনি আরও বলেন, ‘ইজরায়েলকে জিজ্ঞেস করুন দেওয়ালে কাজ হয় কি না। শুধু জিজ্ঞেস করুন। আমি বলছি, কাজ হয়। যদি যথাযথভাবে তৈরি করা হয়, তাহলে এটা কাজে দেবে। নাগরিকদের সন্ত্রস্ত করার অশুভ শক্তিকে ধ্বংস করার সময় এসেছে। আমেরিকার পরিবেশকে সভ্য, আদর্শবান, প্রেম এবং সমর্থনযোগ্য করে তোলার জন্য সময় এসেছে।’
The post পাঁচিলের নকশা তৈরি শুরু করল আমেরিকা, মজা করিনি বললেন ট্রাম্প appeared first on Sangbad Pratidin.