সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপে ভয় নেই, এমন মানুষ দুর্লভ। আর সেটি যদি কোনও বিষধর সাপ হয়, তাহলে তো কথাই নেই। স্রেফ ভয়ের চোটেই হয়তো সাপটিকে প্রাণেই মেরে ফেলবেন অনেকেই। কিন্তু, দক্ষিণ আফ্রিকার ডারবানে যা ঘটেছে, তা রীতিমতো চমকপ্রদ। খালি হাতেই ব্ল্যাক মাম্বার মতো মারাত্বক বিষধর সাপকে ধরেছেন এক ব্যক্তি। ঘটনার ভিডি যথারীতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
[এটাই স্বচ্ছ ভারত! প্রকাশ্যে মূত্রত্যাগ কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর]
বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলির মধ্যে অন্যতম এই ব্ল্যাক মাম্বা। মূলত আফ্রিকার মহাদেশের সাহারা মরুভূমির দক্ষিণে থাকা দেশগুলিতেই দেখা মেলে এই বিষধর সাপের। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ডারবানে শহরে এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে একটি ব্ল্যাক মাম্বা সাপ। খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয় উভচর ও সরীসৃপ সংরক্ষণকেন্দ্রের কর্মী নিক ইভান্স। খালি হাতেই সাপটি ধরে জঙ্গলে ছেড়ে দেন তিনি। ভিডিও-তে দেখা গিয়েছে, একটি টিভি ক্যাবিনেটের নিচে লুকিয়ে রয়েছে সাপটি। মেঝেতে হাঁটু মুড়ে বসে একটি লাঠির সাহায্যে সেটি বের করে আনার চেষ্টা করছেন নিক। খোঁচা খেয়ে একসময়ে রীতিমতো হিসহিসিয়ে ওঠে সাপটি। নীলচে-কালো মুখের ভিতরটি স্পষ্ট দেখা গিয়েছে ভিডিও-তে। তবে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই না করে পালিয়ে যাওয়ারই চেষ্টা করেছিল সাপটি। শেষপর্যন্ত অবশ্য খালি হাতেই ব্ল্যাক মাম্বাকে ধরে ফেলেন নিক। নিক ইভান্স জানিয়েছেন, সাপটি আট ফুটেরও বেশি লম্বা। শরীরে একটি মাইক্রোচিপ লাগিয়ে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
দেখুন ভিডিও
[জুনেই অকাল দীপাবলি! দুর্দান্ত অফারের লাভ ওঠানোর বাকি মাত্র ৩৬ ঘন্টা]
The post মহিলার বাড়িতে ঢুকে পড়ল বিষধর সাপ, তারপর… appeared first on Sangbad Pratidin.