shono
Advertisement

চিতার হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ ব্যক্তির, ভাইরাল ভিডিও

দেখুন সেই ভিডিও৷ The post চিতার হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ ব্যক্তির, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:48 PM Apr 24, 2017Updated: 10:22 AM Apr 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেছন থেকে তেড়ে আসছে হিংস্র চিতা৷ বাগে পেলে মুহূর্তে খুবলে নেবে শরীরের মাংস৷ তাই প্রাণ বাঁচাতে বাড়ির ছাদ থেকেই লাফিয়ে পড়লেন এক ব্যক্তি৷ ভয়ঙ্কর এই ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷

Advertisement

ঘটনাটি, ওড়িশার কুরুলি গ্রামের৷ কান্তাবাঞ্জি জঙ্গলের কাছের ওই গ্রামে বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক সৃষ্টি করছিল একটি চিতাবাঘ৷ জন্তুটির হামলায় গুরুতর জখম হয় এক যুবক৷ তারপরই সমস্যার সমাধানে বনদপ্তরের দ্বারস্থ হয় গ্রামবাসীরা৷ অবশেষে চিতাটিকে খাঁচাবন্দি করার সিদ্ধান্ত নেয় বনদপ্তর৷ এই কাজে বিজয়নন্দ খুনটা নামের এক আধিকারিকের নেতৃত্বে একটি বনকর্মীদের একটি দল পাঠানো হয় গ্রামটিতে৷

[ধর্ষণ করে প্রমাণ লোপাট করতে পুড়িয়ে মারা হল ছ’বছরের কিশোরীকে]

দলটি খোঁজ নিয়ে জানতে পারে একটি বাড়ির গোয়াল ঘরে লুকিয়ে রয়েছে পশুটি৷ তারপর ওই বাড়িটি ছাদে উঠে চিতাটির সন্ধান চালাচ্ছিলেন বিজয়নন্দ৷ এমন সময় ছাদের কাছের একটি গাছের ডাল থেকে লাফিয়ে পরে জন্তুটি৷ তেড়ে আসে তাঁর দিকে৷ এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে উঁচু ছাদ থেকে রাস্তায় লাফিয়ে পড়েন তিনি৷ চিতাবাঘটিও লাফিয়ে পড়ে পালিয়ে যায়৷ অবশেষে প্রায় ১২ ঘন্টা তল্লাশি চালিয়ে খাঁচাবন্দি করা হয় পশুটিকে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চিতার আক্রমণে জখম হয়েছেন তিন গ্রামবাসী৷ বনদপ্তর জানিয়েছে চিতাটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল৷ জন্তুটিকে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় রাখা হবে বলেও জানিয়েছে বনদপ্তর৷

[আজান নিয়ে সোনুর টুইট বিতর্কে এবার সরব আদনান সামি]

The post চিতার হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ ব্যক্তির, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement