shono
Advertisement

বন্যায় আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধারে চরম পদক্ষেপ সেনার, ভাইরাল ভিডিও

সুস্থ ওই মহিলা ও তাঁর সন্তান। The post বন্যায় আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধারে চরম পদক্ষেপ সেনার, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM Aug 17, 2018Updated: 06:23 PM Aug 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ৷ যতদিন যাচ্ছে তত  খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি৷ সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেনা৷ ইতিমধ্যেই সরেজমিনে পরিস্থিতি দেখে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বন্যা-বিধ্বস্ত কেরল থেকে প্রত্যেক দুর্গতকে উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা৷ যার আরও একটি অনন্য নজির ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

[শরিয়ত আদালতের ধাঁচে দেশের প্রথম হিন্দু কোর্ট স্থাপন করল হিন্দু মহাসভা]

ভিডিওটি তাঁদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন নৌ-সেনার মুখপাত্র৷ বন্যা দুর্গত কেরলে এক অন্তঃসত্ত্বা মহিলাকে কেমন ভাবে উদ্ধার করছেন ভারতীয় নৌ-সেনার জওয়ানরা, সেই ছবি ধরা পড়েছে ভিডিওটিতে৷ যেখানে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলাটি জলের মধ্যে আটকে পড়েছেন৷ সেই অবস্থা থেকে দড়িতে করে ওই মহিলাকে উদ্ধার করে নৌ-সেনার হেলিকপ্টার৷ তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে৷ সেখান থেকে ভরতি করা হয় কাছের সঞ্জীবনী হাসপাতালে৷ জানা গিয়েছে, ইতিমধ্যে এক সম্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা৷ সুস্থ রয়েছে মা ও শিশু৷ ভিডিও প্রকাশ্যে আসার পরেই ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ সব মহল৷ 

[দল নয় দেশই আগে, সংসদে রাজধর্মের পাঠ দিয়েছিলেন বাজপেয়ী]

প্রসঙ্গত, বন্যা বিধ্বস্ত কেরলের এখনও সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১৬৭ জনের৷ নিখোঁজ হয়েছেন ৩৮ জন। সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বেসরকারি মতে, মৃত ও নিখোঁজের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে বলে অনুমান৷ বিগত সাত দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন দক্ষিণের এই রাজ্য৷ বৃষ্টি না কমায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ রেলওয়ের পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে কোচির মেট্রো ও বিমান চলাচল। সুপ্রিম কোর্টও এদিন কেরলের বন্যা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে জানিয়েছে। 

The post বন্যায় আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধারে চরম পদক্ষেপ সেনার, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement