shono
Advertisement

Viral Video: ভয়ংকর ভালবাসা! বিষধরকে চুমু গরুর, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

আদুরে গরু! কী হল তারপর? দেখুন ভিডিও।
Posted: 01:59 PM Aug 04, 2023Updated: 02:46 PM Aug 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর! মানুষের কাছে বিষধরদের স্থান খানিকটা যেন আতঙ্কেরই বটে। কিন্তু না-মানুষদের জীবনে বন্ধুতা যাপন বারবার দেখায় ভিন্ন ছবিও। এক্ষেত্রেও অন্যথা হয়নি তার। এক বিষধরের সঙ্গেই খুনসুটিতে মেতেছে গরু। ভয়, ভীতি ত্যাগ করে খেলায় মেতেছে দুই অবলা। এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। মুহূর্তেই লক্ষ লক্ষ নেটাগরিক দেখে ফেলেছেন ওই ভিডিও।

Advertisement

বনদপ্তরের আধিকারিক সুশান্ত নন্দা এক্স-এ শেয়ার করেছেন ওই ১৭ সেকেণ্ডের ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি গরুর সঙ্গে রয়েছে ফণাওয়ালা বিষধর। খানিকক্ষণ একসঙ্গে থাকার পর সাপের ফণা আদুরে ভঙ্গিতে চেটে দিচ্ছে গরু। ওই ভিডিও পোস্ট করে সুশান্ত নন্দা লিখেছেন, ‘বর্ণনা করা কঠিন, বিশুদ্ধ ভালবাসার মাধ্যমে অর্জিত হয় বিশ্বাস।’

[আরও পড়ুন: উফ কী গরম! অট্টালিকার ছাদের পুলে স্নান করছে ভালুক! তারপর যা হল…]

 

সাপ আর গরুর এমন বিরল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মাত্র ১৫ ঘণ্টায় শুধুমাত্র এক্স প্লাটফর্মেই এই ভিডিও দেখা হয়েছে ৩ লক্ষ বার। কমেন্টের বন্যায় ভেসেছে নেটদুনিয়া। অনেকেই লিখেছেন, ‘কোনও ভালবাসা নয়, সাপ আর গরুর লড়াই হয় এমন!’ আবার কেউ কেউ লিখেছেন, ‘বাহ! এই না হলে ভালবাসা!’

[আরও পড়ুন: তাঁর উত্থানে অখুশি তৃণমূলের একাংশ? একান্ত সাক্ষাৎকারে কী বললেন ‘ভাইরাল’ রাজন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার