shono
Advertisement

‘মমতা জখম হলে নাটক, ওরা মার খেলে হামলা?’বারাকপুরের অশান্তি নিয়ে বিজেপিকে তোপ মদনের

পালটা দিলেন অর্জুন সিংও।
Posted: 07:14 PM Mar 31, 2021Updated: 07:24 PM Mar 31, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় বারাকপুরে ধুন্ধুমার। তৃণমূলের দাবি, বিজেপি তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে। পালটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপিও। বুধবারের অশান্তি প্রসঙ্গে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের প্রশ্ন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হলে সেটা নাটক? তাহলে বিজেপি নেতার উপর হামলাটা কী?” তাঁকে জবাব দিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছেন বিজেপির সাংসদ অর্জুন সিং। সবমিলিয়ে দ্বিতীয় দফা নির্বাচনের আগে বারাকপুরের অশান্তি ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।

Advertisement

বুধবার বারাকপুরে মনোনয়ন জমা করতে গিয়েছিলেন এই কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। প্রার্থীর অভিযোগ, মনোনয়ন জমা দিতে ঢোকার মুখেই তৃণমূল নেতাকর্মীদের উপর হামলা চালায় বিজেপি কর্মীরা। তারকা প্রার্থী নিজেও পায়ে চোট পেয়েছেন বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, “বিজেপির গুন্ডারা আমাদের দলের লোকেদের উপর হামলা চালিয়েছে। আমার পায়ে আঘাত লেগেছে। বিজেপি বুঝতে পারছে মানুষ ওদের সঙ্গে নেই। তাই এসব করছে। এটা বিজেপির পরিকল্পিত কারসাজি।”

[আরও পড়ুন : ‘বিজেপির বিরুদ্ধে একত্রিত হোন’, একযোগে ১৫ জন বিরোধী নেতাকে চিঠি মমতার]

যদিও বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগের তির তৃণমূলের দিকে। তাঁর কথায়, “তৃণমূল অপরাধীদের প্রার্থী করছে। তাদের লোকজন বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের উপর হামলা চালাল। পুলিশের সামনে হামলা হয়েছে। পুলিশের সামনে দুষ্কৃতীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে। এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না।” এই অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ।

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রও। তাঁর কথায়, “মমতার উপর হামলা হলে ওঁদের নাটক মনে হয়। আর এখন শুভ্রাংশুর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করছে? এই গোটা ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি বিজেপি সাংসদ অর্জুন সিং। আমাদের প্রচুর লোক ওখানে ছিল। তাঁরা চাইলে অনেক কিছুই ঘটতে পারত।” একইসঙ্গে অবিলম্বে অর্জুন সিংকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র। তবে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য তাঁর।

[আরও পড়ুন : ‘লাগাতার হুমকি দিচ্ছে অনুব্রত’, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে মোদিকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার