সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের! আরও ৪ শতাংশ ডিএ বাড়ছে (DA Hike) রাজ্য সরকারি কর্মীদের। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ফলে চলতি বছর রাজ্যে মোট ৮ শতাংশ ডিএ বৃদ্ধি পেল। আগামী অর্থবর্ষ থেকেই নয়া হারে মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডিএ-র সঙ্গে ফারাকও কমে দাঁড়াল ৩২ শতাংশ।
কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এনিয়ে সুপ্রিম কোর্টেও (Supreme Court) মামলা চলছে। যদিও সেই মামলার সওয়াল-জবাব ক্রমশ দীর্ঘায়িত হয়েছে। তাতে আইনি পথে জয় পাওয়ার আশাও স্তিমিত হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। তবে চলতি বছরের শুরুতেই ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ পাচ্ছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা।
[আরও পড়ুন: সারদার আরও একটি মামলায় স্বস্তি, কুণালকে নির্দোষ ঘোষণা আদালতের]
এর পর বৃহস্পতিবার রাজ্য বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানান, বাজারে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী অর্থবর্ষ থেকে নয়া হারে এই ডিএ পাওয়া যাবে। অর্থাৎ মে মাস থেকে হাতে আসবে বর্ধিত হারে মহার্ঘভাতা। এনিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়াল ১৪ শতাংশ। তবে এখনও কেন্দ্রীয় হাতে মহার্ঘভাতার সঙ্গে ফারাক রয়ে গেল ৩২ শতাংশ। তবে তা সত্ত্বেও সরকারি কর্মীদের একাংশ অত্য়ন্ত খুশি। এই ঘোষণার খবরে বিধানসভার বাইরেই সবুজ আবির মেখে উচ্ছ্বাসে মেতে উঠলেন তাঁরা। বলছেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা ছিল, ডিএ বাড়ল। তাঁর জন্য পরিবার ভালো থাকবে।”