shono
Advertisement

‘গরমের জন্য কম ভোট’, দুই কেন্দ্রে ভোটের হার নিয়ে দাবি শাসকদলের

জামুরিয়ার ঘটনায় তীব্র উত্তেজনা।
Posted: 07:34 AM Apr 12, 2022Updated: 10:11 AM Apr 13, 2022

আজ বালিগঞ্জ ও আসানসোলে উপ নির্বাচন। সকাল ৭ টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। আসানসোলে ভোটের নিরাপত্তার দায়িত্বে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং (Web-Casting) ব্যবস্থা। এদিকে বালিগঞ্জে মোতায়েন করা হয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নজর রাখুন ভোটের সমস্ত আপডেটে। 

Advertisement

বিকেল ৫টা ৪০: উৎসবের সময় ভোট, গরম এবং উপনির্বাচনে মানুষের উৎসাহের অভাবই কম ভোট পড়ার কারণ। এমনটাই দাবি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।  

বিকেল ৫টা ৩০: বিকাল ৫টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। আসনসোলে ভোট পড়েছে ৬৪.০৩ শতাংশ। জানালেন পার্থ চট্টোপাধ্যায়।  

বিকেল ৪.০৫: ‘আসানসোলের বারাবনিতে অশান্তির জন্য দায়ী অগ্নিমিত্রা পল নিজেই। তিনি প্রচারের আলোয় আসার জন্য নাটক করছেন।’ বিজেপি প্রার্থীর কনভয়ে হামলার ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের।

দুপুর ৩.২০: জামুরিয়ার ১৮২ নম্বর বুথে আক্রান্ত বিজেপির পোলিং এজেন্ট। গুরুতর আহত বিজেপি কর্মী ভরতি হাসপাতালে। আক্রান্তকে দেখতে হাসপাতালে অগ্নিমিত্রা পল।

দুপুর ৩.১০: নতুন করে উত্তেজনা আসানসোলের বেশ কয়েকটি এলাকায়।

দুপুর ২.১৫: বেনিয়াপুকুরে কংগ্রেস প্রার্থীর উপর হামলা।

দুপুরে ২. ০২: আসানসোলের সাতগ্রামে তৃণমূলের অস্থায়ী ক্যাম্প অফিসে উত্তেজনা। 

দুপুর ১.৫০: দুপুর ১ টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ২৬.২০ শতাংশ। আসানসোলে ভোটের হার ৪৩.৭৭ শতাংশ। 

দুপুর ১.৩২: লেডি ব্রেবোর্ন কলেজে সায়না হালিমের গাড়িতে ভাঙচুর। 

দুপুর ১.৩০: সকাল থেকেই দুই কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। সেই প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি সাংসদের বক্তব্য, “বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন ভাবাই যায় না।”

বেলা ১২.৪৫: মেয়ে দেবলীনা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন দেবাশিস কুমার।

ছবি: অভিরূপ দাস।

বেলা ১২.২৬: হামলার ঘটনার জের। বাড়ানো হয়েছে অগ্নিমিত্রা পলের নিরাপত্তা। 

বেলা ১১.৫৭: ঝাঁঝরায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন জিতেন্দ্র তিওয়ারি। সেখান থেকেই তিনি বলেন, “তৃণমূলের শেষ সময় শুরু হয়ে গিয়েছে, বিজেপি শেষ হাসি হাসবে।”  পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জিতেন্দ্র।

ছবি: উদয়ন গুহরায়।

বেলা ১১.৪৭: বারাবনিতে বাধার মুখে সংবাদ মাধ্যম। গাড়ি আটকাল পুলিশ।

বেলা ১১.৪০: বেলা ১১ টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ১৬.২ শতাংশ। আসানসোলে ভোটের হার  ২৬.৬৮ শতাংশ।

বেলা ১১.০৭: অগ্নিমিত্রার কনভয়ে হামলার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। তদন্তের নির্দেশ আসানসোলের পুলিশ কমিশনারকে। পাশাপাশি রিগিংয়ের অভিযোগ ওড়াল কমিশন।

ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

সকাল ১০.৫১: বালিগঞ্জে চা-সিঙাড়ায় প্রাতরাশ সারলেন বাবুল। আসানসোলে নকুলদানা ও বাতাসা বিলি করলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) অনুগামীরা।

ছবি: অভিরূপ দাস।

সকাল ১০.৩০: বালিগঞ্জের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার! প্রার্থী সায়রা হালিম ও সংবাদমাধ্যমকে দেখে দৌড়ন অভিযুক্ত। তবে তাতে লাভ হয়নি। অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন সিপিএম প্রার্থী।

সকাল ১০.২০: ‘৩৫৬ ধারা জারি করে ভোট করানো উচিত’, অশান্তি প্রসঙ্গে বললেন অর্জুন সিং।

সকাল ১০.১০: অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন।

সকাল ১০.০৮: ভোট পরিদর্শনে সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা। জানালেন, ভাল ভোট হচ্ছে।

সকাল ৯.৫০: সকাল ৯ টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছে ১২. ৭৭ শতাংশ। বালিগঞ্জে ৮ শতাংশ।

সকাল ৯.৪৬: বারাবনির লালগঞ্জে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। তারপরই তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী।  ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অগ্নিমিত্রা পল গাড়িতে ওঠার সময় ফের শুরু হয় বচসা। এরপর অগ্নিমিত্রার গাড়িতে হামলা করা হয়। মারধর করা হয় অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীদের।

সকাল ৯.৪২: সপরিবারে ভোট দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 

সকাল ৯.৪০: বুথের বাইরে গন্ডগোল করার অভিযোগ। সুদর্শনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে কেয়া ঘোষ।

সকাল ৯.৩০: সকাল সকাল পাঠভবনে ভোট দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য জায়া মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনা। অসুস্থতার কারণে এবারও ভোট দিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

ভোট দিয়ে বেরচ্ছেন মীর ভট্টাচার্য।

সকাল ৯.১০: বাবুল সুপ্রিয়কে সাউথ পয়েন্টের বুথে ঢুকতে বাধা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। বাধা পেয়ে বুথ ছাড়লেন প্রার্থী।

সকাল ৯.০৩: সাউথ পয়েন্ট স্কুলে উত্তেজনা। ফোন নিয়ে ভোটারদের বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।

সকাল ৮. ৫০: বারাবনির ২৩৪ নম্বর বুথে অন্যের ভোট দেওয়ার অভিযোগ। সরানো হল প্রিসাইডিং অফিসারকে।

সকাল ৮.৩০: অণ্ডালের বাকোলায় ৮৭ নম্বর বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  

সকাল ৮.১৮: বারাবনিতে অন্যের ভোট দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার প্রিসাইডিং অফিসারের।

সকাল ৮.১৬: “কিছু কিছু জায়গায় মেশিন খারাপ। ভোটাররা ফিরে যাচ্ছে। একবার মেশিন পালটানোর পর ফের একই বিষয়। বুঝতে পারছি না। কী হচ্ছে”, বললেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। বাবুল সুপ্রিয় বললেন, “সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর পথই হল তৃণমূলকে একটা ভাল ব্যবধানে জেতানো।” খোশমেজাজে গাইলেন মান্না দে’র গান। 

ছবি: শেখর চন্দ।

সকাল ৮.০৯: সকাল থেকেই বুথে বুথে বুথে ঘুরছেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। 

সকাল ৮.০২: সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ। অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল (TMC)। 

সকাল ৮.০১: জেমুয়ার কালীগঞ্জের ২৩০, ২৩১ নম্বর বুথে সিপিএমের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭.৫৮: আসানসোলের বিভিন্নবুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে।

সকাল ৭.৫০: নিয়ম ভেঙে বুথের ভিতরে পুলিশ ঢোকার অভিযোগ। কমিশনের দ্বারস্থ অগ্নিমিত্রা পল। 

সকাল ৭.৪৬: আসানসোলে ভোট দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। ভোট কেন্দ্রের বাইরে থেকে তৃণমূলকে তোপ দাগলেন বিজেপি নেত্রী। এদিকে বালিগঞ্জের পাঠভবন ও মর্ডার্ন হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটি কেয়া ঘোষের। 

 

সকাল ৭.৪১: বালিগঞ্জে জগবন্ধু হাই স্কুলে ইভিএমে সমস্যা। ভোট শুরু হতে দেরি।

সকাল ৭. ৩৪: ভোটের সকাল থেকেই বুথের ১০০ মিটারের নিয়ম মেনে ঘুরছেন বাবুল। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

সকাল ৭.২৫: বালিগঞ্জের অশোক হলের বুথে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। 

সকাল ৭.১০: ভোট শুরু হতে না হতেই শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুললেন অগ্নিমিত্রা পল।  

সকাল ৭.০০: শুরু ভোটগ্রহণ। আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিমিত্রা পল। বালিগঞ্জে তৃণমূলের বাবুলের মূল প্রতিপক্ষ কেয়া ঘোষ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার