অর্ণব দাস, বারাকপুর: সামনেই উপনির্বাচন। লোকসভা ভোটের (2024 Lok Sabha Polls) সঙ্গেই হবে রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচন (WB By Polls)। আগামী ১ জুন উত্তর কলকাতায় ভোটের দিন একইসঙ্গে বরানগরের উপনির্বাচনে ভোট দেবেন এখানকার বাসিন্দারা। আর তার জন্য জোড়া প্রচারে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। প্রার্থী হওয়া তাঁর কাছে নতুন না হলেও বরানগর (Baranagar) একেবারেই অচেনা মাটি। তাই এখানকার দলীয় সংগঠনের সঙ্গে থেকেই প্রচার চালাচ্ছেন তারকা তৃণমূল প্রার্থী।
প্রচারের সূত্রেই সোমবার সন্ধেবেলা তিনি পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে, কামারহাটির বিধায়ক তথা এলাকার জনপ্রিয় নেতা মদন মিত্রর (Madan Mitra) বাড়িতে। ভোটের আগে 'টিপস' নিতেই কি 'মদনদা'র সঙ্গে সাক্ষাৎ সায়ন্তিকার? এই প্রশ্ন তো উঠছেই। তবে তা উড়িয়ে সায়ন্তিকার ঘনিষ্ঠ মহলের দাবি, মদন মিত্র বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তাই তাঁকে দেখতে গিয়েছেন তৃণমূল প্রার্থী। সেইসঙ্গে প্রবীণ রাজনীতিকের আশীর্বাদও নিয়েছেন। সূত্রের আরও খবর, সায়ন্তিকা ওইদিন দক্ষিণেশ্বরে (Dakshineswar) পুজো দিয়ে মদন মিত্রর দ্রুত সুস্থতা কামনা করেছেন সায়ন্তিকা। সেকথা তিনি নিজেই জানান কামারহাটির বিধায়ককে।
[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]
তৃণমূলের জনপ্রিয় নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র বেশ অসুস্থ। অনেকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর তাঁকে ছাড়া হলেও চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে এখন সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যাচ্ছে না মদন মিত্রকে। এমনকী বিধানসভা অধিবেশনেও যোগ দিতে পারেননি তিনি। স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু ওই এলাকার রাজনীতি তো মদন মিত্রের হাতের তালুর মতো চেনা। ভোটে লড়াইয়ের স্ট্র্যাটেজি কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা করতে সায়ন্তিকার তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে স্বাভাবিক।
[আরও পড়ুন: বিজেপিতে যোগদানের প্রস্তাব! কেজরির পর গ্রেপ্তারির আশঙ্কায় অতিশী, রাঘব চাড্ডারা]
এবারের লোকসভা ভোটের টিকিট না পেয়ে কিছুটা অভিমানী হয়ে পড়েছিলেন তৃণমূলের একনিষ্ঠ
কর্মী টলি নায়িকা সায়ন্তিকা। কিন্তু পরে বরানগর কেন্দ্র থেকে তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সেই কেন্দ্রে উপনির্বাচনে দল সায়ন্তিকাকেই প্রার্থী করে। আর তা ঘোষণার পরই সায়ন্তিকা জোরকদমে নেমে পড়েছেন প্রচারে। এলাকার সংগঠনের দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই প্রচার চলছে তাঁর।
দেখুন ভিডিও: