shono
Advertisement

‘বিক্ষিপ্ত অশান্তি, বাকি ভোট শান্তিপূর্ণই’, দাবি রাজ্য পুলিশের ডিজির

ভোটগ্রহণ শেষেই কামারহাটিতে গুলিবিদ্ধ এএসআই।
Posted: 07:15 AM Feb 27, 2022Updated: 08:59 PM Feb 27, 2022

রাজ্যের ১০৮ পুরসভায় ভোটগ্রহণ শেষ। এর মধ্যে একাধিক পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে নিয়েছে তৃণমূল। ভোটের নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশের ৪৪ হাজার বাহিনী। এ বাকি পুরসভাগুলিতেও ভাল ফলের আশায় শাসকদল। পুরভোটের LIVE UPDATE:

Advertisement

সন্ধে ৮.০৫: ভোট সন্ত্রাসের প্রতিবাদে রাজ্যের গেরুয়া শিবির বন্‌ধের ডাক দিলেও সেই পথে হাঁটতে নারাজ বাম ও কংগ্রেস। ক্ষমতা নেই তাই ধর্মঘটের পথে যাচ্ছেন না বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তবে যে ইস্যুতে বিজেপি বন্ধের ডাক দিয়েছে তাকে সমর্থন করেন তিনি। তবে বিজেপির ডাকা বন্‌ধের বিরোধিতা করেছে বামেরা। 

সন্ধে ৭.৩০: বাংলায় বন্ধের সংস্কৃতি নেই। বাংলায় কোনও বন্‌ধ হবে না। সাফ জানালেন ফিরহাদ হাকিম। বিজেপির বন্‌ধের পালটা রাস্তায় নেমে বিকেল চারটেয় মিছিলের আহ্বান জানালেন তিনি। বাস-ট্যাক্সি চালকদের নির্দ্বিধায় রাস্তায় নামতে বললেন ফিরহাদ।

সন্ধে ৭.১১: পুরভোটের অশান্তির প্রতিবাদে সোমবার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। সেই বন্‌ধ মোকাবিলায় ৮.৩০ টায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। থাকবেন জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও সিপি। 

বিকেল ৬.৫৪: “বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। তবে মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে ভোট। গুলি চালনার ঘটনা ঘটেনি। অশান্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে”, সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। 

বিকেল ৬.৪৫: পুরভোটে সামগ্রিকভাবে ভোট পড়েছে ৭৬ শতাংশ। যা অন্যবারের তুলনায় সামান্য কম, জানালেন রাজ্য পুলিশের ডিজি।

বিকেল ৬.৩০: ভোট পর্ব মেটার পরও অশান্তি। উত্তর ২৪ পরগনা কামারহাটিতে চলল গুলি। গুলিবিদ্ধ কামারহাটি ফাঁড়ির এএসআই।

ফাইল ছবি।

বিকেল ৬.১৩: ভোট মিটতেই তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে তাণ্ডব চালানোর অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পুলিশের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ।

বিকেল ৫.৪৮: বন্‌ধের বিরোধিতায় সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

বিকেল ৫.১৬: পুরভোটে অশান্তির অভিযোগ। আগামিকাল ১২ ঘণ্টা বাংলা বন্‌ধের ডাক বিজেপির।

বিকেল ৫.০৫: বহরমপুরের ২৬ নম্বর ওয়ার্ডে বিক্ষোভের মুখে অধীররঞ্জন চৌধুরী। 

বিকেল ৫.০১: বিকেল ৫ টায় ভোট দিলেন জিয়াগঞ্জের আজিমগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিজিৎ সিং। স্ত্রীকে নিয়ে স্কুটিতে করে ভোট কেন্দ্রে আসেন তিনি।

বিকেল ৪.৪৭: উত্তর দিনাজপুরের ডালখোলার ৫ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটের অভিযোগ। আটক করা হল নাবালককে। 

বিকেল ৪.১৮: টিটাগড়ে ১৭ নম্বর ওয়ার্ডের বোমাবাজির অভিযোগ। 

বিকেল ৪.০২: রামপুরহাটে ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রশ্মি দে গ্রেপ্তার। প্রতিবাদে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবেন বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা।  

বিকেল ৩.৩০: বিকেল ৩টে পর্যন্ত কোচবিহারের ৫ পুরসভায় সার্বিক ভোটদানের হার ৬৫.২৩ শতাংশ ভোট পড়েছে। পূর্ব মেদিনীপুরে সার্বিক ভোটদানের হার ৭৩.৩৮ শতাংশ

বিকেল ৩.০০: বারাসত জেলাশাসকের দপ্তরের সামনে বামেদের মিছিল। মিছিল ঘিরে তুলকালাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ।

দুপুর ২.৫৫: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে মিছিল করার প্রস্তুতি বিজেপির। অভিযোগ, মিছিল শুরু করতেই দিল না পুলিশ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি দলীয় কর্মীদের। গ্রেপ্তার সজল ঘোষ, কল্যাণ চৌবে। 

দুপুর ২.৪৬: মুর্শিদাবাদে ব্যাপক অশান্তি। ফরাক্কায় বোমাবাজি। ধূলিয়ান পুরসভার ১৩ নং ওয়ার্ড এলাকায় বোমার আঘাতে জখম পুলিশকর্মী,  তাঁর চোখ উড়েছে বলে খবর। অশান্তি থামাতে পালটা কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ।  

দুপুর ২.২১: উত্তর বারাকপুরের ২০ নং ওয়ার্ডে সিপিএম প্রার্থীর শাড়ি খুলে ধর্ষণের হুমকির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল। 

দুপুর ২.১৭: রাজনৈতিক সৌজন্য। কামারহাটির ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায় আক্রান্ত। কামারহাটি হাসপাতালে তাঁকে দেখতে গেলেন মদন মিত্র।

দুপুর ২.১৫: মহেশতলা পুরসভার ৫ নং ওয়ার্ডে ১৬১ ও ১৬২ নং বুথের ৫০০ মিটারের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে থেকে চারটি তাজা বোমা উদ্ধার দুপুরে। এলাকায় চাঞ্চল্য।

দুপুর ২.০০: বেলা ১টা পর্যন্ত নদিয়ার ১০ পুরসভায় সার্বিক ভোটের হার ৫১.৭০ শতাংশ। কোচবিহারের ৫ পুরসভায় সার্বিক ভোটদানের হার ৪৭.৯৩ অংশ। বোলপুরে ভোট পড়েছে ৪৩ শতাংশ।

দুপুর ১.৩৫: কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ঘটনায় ৫ জন আটক। গ্রেপ্তার হওয়া যুবকরা বলছেন, “আমরা নির্দোষ। রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুলিশ তুলে নিচ্ছে।”

দুপুর ১.২৮: বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে বুথের সামনে দাঁড়িয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডে ৬৮ নম্বর বুথের সামনে থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে দিতে আসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কমিশনের আধিকারিক এবং বালুরঘাট থানার আইসি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুকান্ত মজুমদার। তিনি জানান, এটি তার নিজের ওয়ার্ড। পাশাপাশি তৃণমূলের জটলা সরিয়ে দিলে তবেই তিনি যাবেন বলে জানান। তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী জানান, “তৃণমূল কোন জটলা করেনি। শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। বিজেপি রাজ্য সভাপতি এসে উত্তেজনা বাড়ান।”

দুপুর ১.২৩: বেলা একটা পর্যন্ত উত্তর দিনাজপুরের তিন পুরসভায় ভোট পড়েছে ৫২ শতাংশ।

দুপুর ১.১৫: উত্তর দমদমে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৩।

দুপুর ১.০০: কাঁথি পুরসভায় অবাধে ছাপ্পা চলছে বলে অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে আরজি জানিয়ে ফোন করলেন বিজেপি নেতা।

বেলা ১২.৫২: কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বিধায়ক মদন মিত্রের ভাঙচুর। সেই গাড়িতে খাবার, জল পাঠানো হচ্ছিল বলে দাবি। সেই সময় গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ। চলেছে গুলিও। অভিযোগের তীর বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। এই ঘটনায় মদন মিত্রের ঘনিষ্ঠ কর্মী গুরুতর জখম হয়েছেন। সাগর দত্ত হাসপাতাল থেকে তাঁকে পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে বন্ধ রয়েছে ভোটগ্রহণ। গোটা বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন মদন মিত্র। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের স্টিকার লাগিয়ে বহিরাগতরা ঢুকছে এলাকায়।

বেলা ১২.৫১: পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “যেখানে অযথা জমায়েত হয়েছে তা হঠাতে এবং বিক্ষোভকারীদের রুখতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে।”

বেলা ১২.৩৯: ভোট দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পরই বললেন, “বিকেলের পর হকি খেলা হবে। সর্বত্র শান্তিতে ভোট চলছে।”

বেলা ১২.০৬: বালুরঘাটে বিভিন্ন বুথের সামনে তৃণমূল কর্মীদের ভিড়ের অভিযোগে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তর্কে জড়ালেন পুলিশের সঙ্গে । এ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, “দিলীপ ঘোষের মত আমাকেও নজরবন্দি করার চেষ্টা করছে পুলিশ। তবে সাহস পাচ্ছে না।”

বেলা ১২.০০: বহরমপুরে অধীর চৌধুরীর গাড়ি আটকে তৃণমূলের বিক্ষোভ। রাজ্যের শাসকদলের অভিযোগ, নিয়ম ভেঙে বুথে বুথে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভোটে অশান্তি তৈরির চেষ্টা করছেন। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল প্রার্থী। যদিও অভিযোগ মানতে নারাজ বহরমপুরের সাংসদ। তাঁর কথায়, রাস্তা আটকে বিশৃঙ্খলা তৈরি করে ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁচছেন অতিরিক্ত পুলিশ সুপার। 

সকাল ১১.৫০: সকাল ১১টা পর্যন্ত রাজ্যে সার্বিক ভোটদানের হার প্রায় ৩৪ শতাংশ। 

সকাল ১১.৪২: কামারহাটিতে তৃণমূল প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে বিরোধীরা। হুমকি দেওয়া হচ্ছে ভোটরদের। এমন অভিযোগ তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তিনি। মদন মিত্রের  কাছে ১২টা অভিযোগ জমা পড়েছে বলে খবর। অভিযোগ নিয়ে থানায় যাচ্ছেন তিনি। নির্বাচন কমিশনে চিঠিও দেবেন। 

সকাল ১১.৪০: সকাল ১১টা পর্যন্ত কোচবিহারের পাঁচ পুরসভায় ভোটদানের হার ৩১ শতাংশ। পূর্ব মেদিনীপুরের তিন পুরসভায় সার্বিক ভোটদানের হার ৩৬.৮৮ শতাংশ। কাঁথি পুরসভায় পড়েছে ৩৬.০২ শতাংশ ভোট। 

সকাল ১১.৩৫: পুরুলিয়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানস দাস বিএড কলেজ বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ। রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ তৃণমূলের।

সকাল ১১.৩০: বেলা ১১টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ৬টি পুরসভায় ভোটদানের হার ৩১.০১ শতাংশ।

সকাল ১১.১৪: একাধিক বুথে বেনিয়মের অভিযোগ তুলেছে সিপিএম। বিস্তারিতভাবে সেই অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হল সিপিএমের প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী। 

সকাল ১১.০৬: গুসকরায় ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের সিপিএমের প্রার্থীদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ বাধা দেয়নি বলে অভিযোগ। এই অভিযোগ তুলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশকে তাড়া করে জনতা। পুলিশকে লক্ষ্য করে চলে ইঁটবৃষ্টি। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে।

ছবি: জয়ন্ত দাস।

সকাল ১১.০০: সকাল ৯টা পর্যন্ত দার্জিলিং পুরসভায় ভোট পড়ল ৯.৭৩ শতাংশ।

সকাল ১০.৫০: পুরভোট চলাকালীন খবর সংগ্রহ করতে গিয়ে রাজ্যে একাধিক জায়গায় আক্রান্ত সংবাদমাধ্যম। কোথাও সাংবাদিকের উপর চড়াও হল দুষ্কৃতীরা তো ভাঙল ক্যামেরা। 

সকাল ১০.৪০: বাড়ি থেকে বেরনোর পরই বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘিরে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভ, ইঁটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। 

সকাল ১০.০৯: তুফানগঞ্জ পুর এলাকার ১১ নং ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে অপহরণের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় জানিয়েছেন। বিধায়কের আরও অভিযোগ, নিজের বিধানসভা এলাকার মধ্যে তুফানগঞ্জ পুরসভা হলেও তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না শহরে। 

সকাল ১০: সকাল ৯ টা পর্যন্ত উলুবেড়িয়া পুরসভায় ভোট পড়ল ১৮.১৭ শতাংশ। পুরুলিয়ায় ভোটদানের হার ১২.০৫ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোটের হার ১৮.০৫ শতাংশ। উত্তর দিনাজপুরে ভোটের হার ১৭.৩৭ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনা ১৪.১৭ শতাংশ, পূর্ব মেদিনীপুর ১৯.৯৬ শতাংশ ভোটে পড়েছে।  নদিয়ায় ভোট পড়ল ১৫.২২ শতাংশ। 

সকাল ৯.৫২: পুরনির্বাচনে ভোট দিলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর ওয়ার্ডে ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নেই। শেষমুহূর্তে বিজেপি সাংসদের ভাইপো সৌরভ সিং দল বদল করে প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন। দলীয় প্রার্থী না থাকায় ভোট দিতে পারলেন না ভাটপাড়ার ‘বেতাজ বাদশা’ অর্জুন সিং। 

সকাল ৯.৫০: সকাল ৯টা পর্যন্ত খড়গপুরে ভোট পড়েছে ১৩ শতাংশ। সকাল ৯টা অবধি গোটা উত্তর ২৪ পরগনার জেলার ভোট দানের হার ১৫.৮ %। মুর্শিদাবাদে ভোটের হার ১৯ শতাংশ। কোচবিহারের পাঁচ পুরসভায় ভোট পড়েছে প্রায় ১৪ শতাংশ। 

সকাল ৯.৪৭: পুরভোটে ঝরল রক্ত। মালদহের ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে বেধরক মারধরের অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৯.৪৬: ধুলিয়ান পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণের শুরুতে এক কংগ্রেস কর্মীকে মার। অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে।

সকাল ৯.৪৫: বহরমপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের মহাকালী পাঠশালার ৯১ ও ৯২ নং বুথে বিজেপি প্রার্থী অনির্বাণ বিশ্বাসকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসক দলের।

সকাল ৯.৪২: ধুলিয়ানের ১৭ নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে ১৭/১ বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। লালপুরের ২২ বছরের জাসমিন খাতুন ভোট দিতে গেলে তৃণমূলের এজেন্ট ভোট দিয়ে দেন বলে অভিযোগ। প্রতিবাদে সরব যুবতী।

সকাল ৯.৪০: ভোট দেওয়ার পর বিজেপি বিধায়ক তথা পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী পুর প্রশাসক নবেন্দু মাহালি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ এনেছেন । এই ওয়ার্ডের খেলাইচন্ডী প্রাথমিক বিদ্যালয়ে ২৪২/১৭০ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েই তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন। তৃণমূল প্রার্থী নবেন্দু মাহালির কথায়, “যখন ভোট দিতে আসছিলাম তখন ভোটগ্রহণ কেন্দ্র থেকে ২০-৩০ মিটারের মধ্যেই সুদীপ মুখোপাধ্যায় তাঁর কেন্দ্রীয় বাহিনীর ৩  জওয়ানকে নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। চোখে পড়া মাত্রই নির্বাচন আধিকারিকদের অভিযোগ করি ।” বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেন। যদিও নির্বাচন আধিকারিক এসে বিজেপি বিধায়ক তথা ওই ওয়ার্ডের প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়কে ওই এলাকা থেকে সরিয়ে দেন।

সকাল ৯.৩৫: গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ। এই অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী কানাই বিশ্বাস।

সকাল ৯.৩০: বালুরঘাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ৬৬ নম্বর বুথে ইভিএম খারাপের দরুণ ভোট গ্রহণ শুরু হয় দেরিতে।

সকাল ৯.১০: উত্তর বারাকপুরের ২০ নম্বর ওয়ার্ডে বুথেও ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার। 

সকাল ৯.০০: অর্জুনগড়ে ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৪৩ নম্বর বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠল। কাঠগড়ায় বিজেপি এজেন্ট। ভোটারদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। সিপিএম সমর্থক ভোট দিতে এলে তাঁকে ভোট দিতে বাধা দেন বিজেপি এজেন্ট। পরে ইভিএম ভেঙে চম্পট দেন ওই এজেন্ট। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

সকাল ৮.৫৬: বারাসতের ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামলী দাসকে আটক করল পুলিশ। তাঁর বিরুদ্ধে  ইভিএম ভাঙচুরের অভিযোগ রয়েছে। 

সকাল ৮.৫১: বসিরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর বুথে ভাঙা হল ইভিএম। অভিযোগ, বিজেপি প্রার্থী সুজয় চন্দ্র ইভিএম ভাঙচুর করেন। যদিও সুজয়বাবুর সাফাই, সকাল থেকেই বসিরহাট পুরসভার ২,৩,৪ এবং ৫ নম্বর ওয়ার্ডের বুথ দখল করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার প্রতিবাদ জানাতেই ইভিএম ভেঙেছেন তিনি। 

সকাল ৮.৩৭: ভোট দেওয়া হল না কৃষ্ণনগরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৯০ বছরে লক্ষ্মীকান্ত সাহার। আজ সকালে ওই ওয়ার্ডের ৯৬ নম্বর বুথে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন লক্ষ্মীকান্তবাবু। তাঁকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

সকাল ৮.২৫: বালুরঘাট ২২ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর বুথে ইভিএম খারাপ। এখনও শুরু হয়নি ভোটগ্রহণ। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা।

ইভিএম খারাপ। লম্বা লাইন ভোটকেন্দ্রে। ছবি: রতন দে।

সকাল ৮.২০: জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নারায়ণ সরকারকে ১২/২ নম্বর বুথে থেকে  ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, বুথ এজেন্ট থাকা সত্বেও বুথের ভিতর দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন তিনি। এই নিয়ে জলপাইগুড়ি পুলিশের সদর ডিএসপি সমীর পালের সাথে তর্কাতর্কি শুরু হয় কংগ্রেস প্রার্থীর।পরে প্রার্থীকে ধাক্কা মেরে বুথ থেকে বের করে দেয় পুলিশ।

সকাল ৮.১৮: যান্ত্রিক ত্রুটির জন্য মুর্শিদাবাদের কান্দির ১২ নম্বর ওয়ার্ডের ১৪৫ নম্বর বুথে ৩০ মিনিটের জন্য ইভিএম বন্ধ ছিল। পরে আবার চালু করা হয়।

 

সকাল ৮.১৫: রাজপুর-সোনারপুরে ইভিএম ভাঙার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। 

সকাল ৮.০৩: বহরমপুর পুরসভার ৬ নং ওয়ার্ডের ৪৬ নং বুথে বহরমপুর জিটি আই স্কুলে বুথের ভিতরে কংগ্রেস এজেন্টকে ব্যপক মারধর ও কান ফাটিয়ে রক্ত বের করে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁচছেন অধীর চৌধুরী।

সকাল ৮.০০: কালিয়াগঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথের সামনে তৃণমূল কর্মীদের জটলা রয়েছে। যার দরুন সাধারণ ভোটাররা ভোট দিতে পারছেন না। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

সকাল ৭.৪৪: সকাল থেকেই উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। স্থানীয় সিপিএমের কাউন্সিলরকে মারধরের অভিযোগ। তাঁকে বাঁচাতে গেলে আক্রান্ত হন কাউন্সিলরের অনুগামীরাও। প্রার্থীকে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএমের নেতা-কর্মীরা। 

সকাল ৭.৪০: মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুরসভার অন্তর্গত একাধিক বুথে কংগ্রেস প্রার্থীর এজেন্টদের বসতে বাধা। বুথে বুথে ঘুরে এজেন্ট বসাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর  চৌধুরী। তাঁর অভিযোগ, মহিলা প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে। 

সকাল ৭.৩৯: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার পুরসভায় বিজেপি প্রার্থীর এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার রাজ্যের শাসকদলের। 

সকাল ৭.৩১: ভোটগ্রহণের শুরু থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর-রাজপুর এলাকায় ব্যাপক উত্তেজনা। ১৭ নম্বর ওয়ার্ডের দু’টি বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ। বুথের ভিতরেই পুলিশের সঙ্গে বাম, কংগ্রেস ও নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের  ধ্বস্তাধ্বস্তি এবং হাতাহাতির খবর মিলেছে। অভিযোগ, একদল বহিরাগত বুথে ঢুকে অশান্তি ছড়ায়। দুটি বুথেই এখনও ভোট শুরু হয়নি। 

সকাল ৭.২৭: শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ হুগলির বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ উঠেছে। ভোটের আগের দিন কর্মীদের সঙ্গে আলোচনা সেরে রাতে বাড়ি ফিরছিলেন তিনি। কোন্নগরে ২৪ পল্লির বড় পুকুরের সামনে তার উপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের বাঁশেরর আঘাতে গুরুতর জখম হন কৃষ্ণ ভট্টাচার্য। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাতেই বিজেপি কর্মীরা তাঁদের নেত্রীকে উদ্ধার করে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন। বিজেপির অভিযোগ, তৃণমূলের দিকে। তবে শাসকদল হামলার অভিযোগ অস্বীকার করেছে। 

সকাল ৭.২২: বামফ্রন্ট প্রার্থী হাতে আক্রান্ত কোচবিহার জেলার মাথাভাঙা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী। অভিযোগ, বুথে পোলিং এজেন্ট বসানো নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। তার পরই মহিলা প্রার্থীর স্বামী তৃণমূল প্রার্থীকে মারধর করে বলে অভিযোগ। 

সকাল ৭.১০: পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ১৮ নম্বর বুথে মকপোলের সময় ইভিএম কাজ করছিল না। পরে সেগুলি মেরামত করা হয়। এখন সমস্ত ইভিএম কাজ করছে বলে জানালেন বিডিও।

সকাল ৭.০৫: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। প্রতিবাদে রাতভর বিজেপির প্রার্থীর বাড়ির সামনে ধরনা তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী ও দলীয় কর্মীদের । তৃণমূলের অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও গেরুয়া শিবিরের প্রার্থী মিলে বাড়ি থেকে টাকা বিলি করছিলেন। পাশাপাশি তৃণমূলের আরও অভিযোগ যে, বিজেপির রাজ্য সভাপতি ও প্রার্থী ওয়ার্ডের একটি বুথে দীর্ঘক্ষণ বসে ছিলেন রাতে। যদিও বিজেপির রাজ্য সভাপতি বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন।

সকাল ৭.০০: রাজ্যের ২০টি জেলার ১০৮ পুরসভার ২ হাজার ২৭৬ টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। ভোট গ্রহণ হচ্ছে ১১ হাজার ২৮০টি বুথে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার