shono
Advertisement

চপার দুর্ঘটনায় বিপিন রাওয়াত, ‘দুঃসংবাদ’পেয়ে মাঝপথে প্রশাসনিক বৈঠক থামালেন মুখ্যমন্ত্রী

'দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Posted: 02:45 PM Dec 08, 2021Updated: 04:06 PM Dec 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে সেনা চপার (Army Chopper) ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। সেই ‘দুঃসংবাদ’ পেয়ে মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোকও প্রকাশ করলেন তিনি। বললেন, “দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল।”

Advertisement

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর (Tamil Nadu) কুন্নুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে সেনা চপারটি। সেই চপারে ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। সেই খবর এসে পৌঁছতেই মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। পরে টুইট করেও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। 

 

[আরও পড়ুন: তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনা চপার, ছিলেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত]

সঙ্গে থাকা আধিকারিকদের কাছে তামিলনাড়ুর আবহাওয়ার পরিস্থিতি জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এর পরই বলেন, “বড়সড় দুঃসংবাদ এল। মনটা খারাপ হয়ে গেল। কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।” বৈঠকে আরও কিছু আলোচনা করার ছিল বলেও জানান তিনি। তবে এমন পরিস্থিতিতে বৈঠক চালিয়ে যেতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পাহাড়ি এলাকায় কপ্টার খুব বিপজ্জনক।”

এদিকে এই দুর্ঘটনার পর গুরুতর জখম বিপিন রাওয়াতের আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)। লেখেন, “চপারে থাকা সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং চপারে থাকা অন্যান্য সেনাকর্তারা সুস্থ আছেন।”

 

[আরও পড়ুন: সেনা চপার দুর্ঘটনা LIVE UPDATE: উদ্ধার সাতজনের দেহ, হাসপাতালে বিপিন রাওয়াত]

শেষ পাওয়া খবর অনুযায়ী, গুরুতর জখম অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কপ্টারে থাকা অনেকেরই হদিশ এখনও মেলেনি। প্রসঙ্গত, বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার