ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একের পর এক রুশ গোলা এসে ক্ষতবিক্ষত করছে ইউক্রেনের শহরগুলিকে। প্রাণের ঝুঁকি নিয়ে রাত কাটাতে হয়েছে সেখানে। তারপর নানা প্রতিকূলতা পেরিয়ে দেশে ফিরতে সফল হয়েছেন পড়ুয়ারা। ব্য়তিক্রমী নন এ রাজ্যের ছাত্রছাত্রীরাও। ‘নতুন জীবন’ ফিরে পাওয়া ইউক্রেন ফেরত সেই সব বাঙালি পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শোনা যাচ্ছে, আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পড়ুয়াদের সঙ্গে দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেনে আটকে থাকা প্রায় সব পড়ুয়াদেরই ফেরানো সম্ভব হয়েছে বলেই দাবি করেছিল কেন্দ্র। সফল হয়েছে অপারেশন গঙ্গা। দেশে ফেরত পড়ুয়াদের মধ্যে অনেক বাঙালিও রয়েছেন। সেই পড়ুয়াদের সঙ্গেই দেখা করার কথা মমতার। তাঁদের ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনবেন। সবরকম ভাবে পাশে থাকার আশ্বাসও দেবেন তিনি।
[আরও পড়ুন: আসানসোল ও বালিগঞ্জে প্রার্থী বাছতে হিমশিম বিজেপির, বৃহস্পতিবার তালিকা প্রকাশের সম্ভাবনা]
ইউক্রেনের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামিকাল, মঙ্গলবার লোকসভা এবং রাজ্যসভায় বিস্তারিত বিবৃতি দেবে কেন্দ্র। তবে মোদি সরকার যতই অপারেশন গঙ্গার সাফল্য তুলে ধরুক, বিরোধীদের দাবি এখনও ইউক্রেনে অনেক ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আরও একবার প্রশ্ন তুলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে জেনেও কেন তাঁদের আগে নিয়ে আসার ব্যবস্থা করা হয়নি। তাহলে অন্তত এমন ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে হত না পড়ুয়াদের।
মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসতে হয়েছে বলে সমস্য়ায় পড়েছিলেন পড়ুয়ারা। তবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) খানিক স্বস্তি দিয়ে জানায়, ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটরা এ দেশেই অসম্পূর্ণ ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে পারবেন। করোনা (COVID-19) কিংবা যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। তবে ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হলে FMGE অর্থাৎ ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কেন্দ্র জানিয়েছিল, যে সমস্ত বেসরকারি কলেজে ডাক্তারি পড়ানো হয়, সেখানে ৫০ শতাংশ আসনের জন্য সরকারি কলেজের মতো খরচ বরাদ্দ করতে হবে। পড়ুয়াদের সুবিধার্থেই এই সমস্ত বদল আনা হয়েছে।