shono
Advertisement

জনসংযোগে হাতিয়ার ‘দুয়ারে সরকার’, মেদিনীপুরে ক্যাম্প পরিদর্শনে খোদ মুখ্যমন্ত্রী

কথা বললেন স্থানীয়দের সঙ্গে।
Posted: 02:46 PM Dec 08, 2020Updated: 02:47 PM Dec 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই জেলায় জেলায় ‘দুয়ারে সরকার’ প্রকল্প ভাল সাড়া ফেলেছে। আর সেই প্রকল্পের কাজই সরেজমিনে খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন স্থানীয়দের সঙ্গে।

Advertisement

সোমবারই মন্ত্রিত্ব ত্যাগের শুভেন্দুর গড়ে প্রথম জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার রানিগঞ্জে সভা করার কথা রয়েছে তাঁর। তবে কৃষক আন্দোলনকে সমর্থন করে সভার সময় কিছুটা পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রানিগঞ্জের সভামঞ্চে যোগ দিতে যাওয়ার সময় মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেই সময় সেখানে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কাজ চলছিল। আচমকা রাজ্যের প্রশাসনিক প্রধানের উপস্থিতিতে অবাক হয়ে যান সরকারি আধিকারিকরা। আদৌ ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সুযোগসুবিধা ঠিকমতো সকলে পাচ্ছেন কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সেই সময় ক্যাম্পে উপস্থিত বেশিরভাগ মানুষের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে বোঝান তিনি। পরিদর্শনের পর ফের রানিগঞ্জের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: বিজেপির ডাকা বন্‌ধে রণক্ষেত্র শিলিগুড়ি, ছেঁড়া হল মুখ্যমন্ত্রীর পোস্টার! গ্রেপ্তার ২৫]

পাখির চোখ আগামী বছরের বিধানসভা নির্বাচন। তার আগে খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের খাদ্যসাথী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের স্বাস্থ্যসাথী, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের জাতিগত শংসাপত্র ও শিক্ষাশ্রী, আদিবাসী উন্নয়ন বিভাগের জয় জোহার, অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের তফসিলি বন্ধু, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের কন্যাশ্রী, রূপশ্রী, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ঐক্যশ্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের MGNREGA বা একশো দিনের কাজ। এছাড়া কৃষি দপ্তরের কৃষক বন্ধু এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মিউটেশন-সহ মোট ১২টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ প্রকল্প নেওয়া হয়েছে। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প আদতে ভোটবাক্সকে মজবুত করার কৌশল বলেই দাবি বিরোধীদের। যদিও সে দাবি মানতে নারাজ শাসকদল তৃণমূল।

[আরও পড়ুন: উত্তরকন্যা অভিযানে মিছিলে থাকা দুষ্কৃতীর গুলিতেই মৃত্যু বিজেপি কর্মীর, দাবি রাজ্য পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার