সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল পদে বহু দায়িত্ব, বহু ব্যস্ততা। এসব থেকে বোধহয় মুক্তি চাইছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেকারণেই ইসরো প্রধান এস সোমনাথকে কাছে পেয়ে মহাকাশে যাওয়ার আর্জি জানিয়ে ফেললেন তিনি। সিভি আনন্দ বোসের আবদার, যদি কখনও সুযোগ হয়, মহাকাশে যেতে চান তিনি।
বুধবার রাজভবনে গ্লোবাল এনার্জি পার্লামেন্টের সভা ছিল। সেখানেই ‘বিজ্ঞান এবং বিশ্বাস’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath)। চন্দ্রযানের সাফল্য তুলে ধরেন তিনি। ভারতের গগনযান মিশন নিয়েও আলোচনা করেন। আগামী দিনে ভারত মহাকাশে মানুষ পাঠাতে চায় সেকথাও বলেন ইসরো প্রধান।
[আরও পড়ুন: অমানবিক! স্কুল বাসে ২ নার্সারি ছাত্রীকে ধর্ষণ চালকের! রক্তাক্ত অবস্থায় ফিরল বাড়ি]
তখনই রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইসরোর চেয়ারম্যানের কাছে আবদার করে বলেন, যদি কোনওদিন সুযোগ হয়, যদি কোনও রাজ্যপালকে মহাকাশে যাওয়ার অনুমতি দেওয়া যায়, তাহলে তাঁকে যেন সুযোগ দেওয়া হয়। পুরো কথাটাই অবশ্য মজাচ্ছলেই বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইসরো (ISRO) প্রধানও জানান, রাজ্যপালের আতিথেয়তায় তিনি মুগ্ধ।
[আরও পড়ুন: প্রেমিকের ফোনে মহিলাদের ১৩ হাজার নগ্ন ছবি, ঘনিষ্ঠতার প্রমাণ মুছতে গিয়ে কেঁপে উঠলেন তরুণী]
এই মুহূর্তে গগনযান অভিযানের প্রস্তুতি চালাচ্ছে ভারত। ইসরো প্রধান জানান, ২০৪০ সালের মধ্যেই একজন ভারতীয় চাঁদে পা রাখবে। এটাই এখন ইসরোর লক্ষ্য। তার জন্যও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান তিনি।