shono
Advertisement

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত রাজ্যপাল, অনুষ্ঠানে আপত্তি উচ্চশিক্ষা দপ্তরের! তুঙ্গে বিতর্ক

Published By: Subhankar PatraPosted: 01:19 PM Mar 24, 2024Updated: 01:20 PM Mar 24, 2024

শেখর চন্দ্র, আসানসোল: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে তৈরি হল বিতর্ক। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। কিন্তু রাজ্য উচ্চশিক্ষা দপ্তর চিঠি দিয়ে ওই অনুষ্ঠান না করার কথা বলেছে।  কারণ এই কর্মসূচির জন্য উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি নেওয়া হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড় তাঁদের সিদ্ধান্তে। এই সংঘাতের মধ্যে ওই অনুষ্ঠান আদৌ সফল হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

Advertisement

আগামী ২৭ মার্চ আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (Kazi  Nazrul University) সমাবর্তন হওয়ার কথা। এখানেই উপস্থিত থাকার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। উচ্চ শিক্ষাদপ্তর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানিয়েছে, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের কোনও স্থায়ী উপাচার্য নেই এবং বর্তমান আচার্য নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে তাই এই অনুষ্ঠান না হওয়াই ভালো। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রায় ছবছর পর এই কনভোকেশন অনুষ্ঠিত হতে চলেছে। ছাত্রছাত্রীদের আবেগের কথা মাথায় রেখেই আমরাই এই অনুষ্ঠান করছি। অনুষ্ঠান রাজ্যপালের নির্দেশই হচ্ছে। সেখান থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্ন নেই।"

[আরও পড়ুন : সোদপুর-আগরপাড়ার মাঝে রেল পোস্টে ধাক্কায় আহত দুই যুবক, কিছুক্ষণ ব্যাহত রেল পরিষেবা]

দুপক্ষের অবস্থান নিয়ে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিতর্কের মেঘ দানা বাঁধছে। উল্লেখ্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সাধন চক্রবর্তীকে দুর্নীতির অভিযোগকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল। এর পর তিনিই নিয়োগ করেন ডক্টর দেবাশিস মুখোপাধ্যায়কে। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ছিলেন। নতুন উপাচার্য আসার পর থেকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে দোলাচল।

[আরও পড়ুন : বৈধ টিকিট থাকা সত্ত্বেও উঠতে দেওয়া হল না ট্রেনে, হরিদ্বারে চরম ভোগান্তি বাঙালি পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement