shono
Advertisement
BSF

সীমান্তে উসকানি বাংলাদেশের, জাতীয় নিরাপত্তায় বিএসএফকে আরও জমি দিচ্ছে রাজ্য

,ছাড়পত্র দিল মন্ত্রিসভা।
Published By: Paramita PaulPosted: 05:45 PM Feb 04, 2025Updated: 07:14 PM Feb 04, 2025

গৌতম ব্রহ্ম: সীমান্তে উসকানি দিচ্ছে বাংলাদেশ! বাড়ছে অশান্তি! এমন পরিস্থিতিতে জাতীয় সুরক্ষায় আরও দুই জেলায় বিএসএফ-কে জমি দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয়। ইতিপূর্বে নদিয়া সীমান্তে জমি দিয়েছে রাজ্য। পাশাপাশি এদিন বাজেট অধিবেশনের আগে একাধিক নতুন বিল মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয়।

Advertisement

জানা গিয়েছে, বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে রাজ্যকে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে  রাজ্য মন্ত্রিসভার আগের বৈঠকে আলোচনা হয়। দিন কয়েক আগে নদিয়ার করিমপুরে জমিও দেয় রাজ্য। এবার উত্তরবঙ্গের আরও দুই জেলায় জমি দেওয়া হল। জলপাইগুড়ি বিন্নাগুড়িতে ০.০৫ একর, মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর। বিএসএফের আউটপোস্ট তৈরি ও বেড়া দেওয়ার জন্যে এই জমি ব্যবহার হবে বলে খবর।

সাম্প্রতিক পরিস্থিতিতে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-বাংলাদেশ সীমান্ত। চোরাচালানের চেষ্টা চলছে। হচ্ছে অনুপ্রবেশও। মালদহের বিভিন্ন প্রান্ত থেকে বারবার অভিযোগ এসেছে, বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্তের এপারে এসে তাণ্ডব চালাচ্ছে, ফসল চুরি করছে। এমন পরিস্থিতিতে সীমান্তে বেড়া দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করেছে, সীমান্তে বেড়া দেওয়া, প্রয়োজনীয় আউটপোস্ট তৈরির জমি দিচ্ছে না রাজ্য় সরকার। সেই অভিযোগ সর্বৈব মিথ্যে বলে এদিন আরও একবার প্রমাণ হয়ে গেল।

 উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই অশান্ত বাংলাদেশ। হিন্দু নির্যাতন চরমে উঠেছে। অধিকাংশই চেষ্টা করছেন কোনওক্রমে দেশ ছাড়তে। বহু মানুষ কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছেন। সেই কারণে ভারত সরকারের তরফে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। তাই সীমান্তে কাঁটাতার দেওয়ার চেষ্টা চলছে। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্ত সুরক্ষায় আরও দুই জেলায় বিএসএফ-কে জমি দিল রাজ্য সরকার।
  • মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয়। ইতিপূর্বে নদিয়া সীমান্তে জমি দিয়েছে রাজ্য।
  • পাশাপাশি এদিন বাজেট অধিবেশনের আগে একাধিক নতুন বিল মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয়।
Advertisement