shono
Advertisement

‘নিশীথের মামলায় তদন্তে সহযোগিতা করছে না রাজ্য পুলিশ’, হাই কোর্টে সিবিআই

সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য।
Posted: 12:39 PM Mar 30, 2023Updated: 12:39 PM Mar 30, 2023

গোবিন্দ রায়: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তে সহযোগিতা করছে না রাজ্য সরকার। এই অভিযোগে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই। এদিকে, আগেই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য।

Advertisement

গত ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তভার সম্প্রতি সিবিআইয়ের কাঁধে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। তবে সুপ্রিম কোর্ট এখনও এই মামলায় স্থগিতাদেশ দেয়নি। আবার সিবিআইয়ের অভিযোগ, সিবিআইকে তদন্তে কোনও সহযোগিতা করছে না। এমনকি মামলার নথিও হস্তান্তর করছে না বলেও অভিযোগ। সিবিআই বৃহস্পতিবার আদালতে জানায়, সব ক্ষেত্রে অসহযোগিতা কাম্য নয়। এই মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “যেহেতু এখনও সিবিআই তদন্তে সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায় যে তার নির্দেশকে মান্যতা দেওয়া হোক।”

[আরও পড়ুন: ‘নেতাদের নাম বলতে বাধ্য করছে কেন্দ্রীয় এজেন্সি’, বিস্ফোরক দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের]

উল্লেখ্য, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় নাম রয়েছে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জেলা বিজেপি সহ সভাপতি, দিনহাটা ব্লকের বিজেপি সভাপতি-সহ মোট ২৮ জনের। প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। বেছে বেছে ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলেই দাবি গেরুয়া শিবিরের। এফআইআরে নাম থাকা বিজেপি কর্মীদের ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এবার সিবিআইকে নথি হস্তান্তর নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

[আরও পড়ুন: শতরূপ ঘোষের ২২ লাখি বিলাসবহুল গাড়ি! নেটদুনিয়ায় বামপন্থীদেরই রোষানলে যুব নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement