সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের প্রকল্প এবং আবাস যোজনার বঞ্চিতদের সঙ্গে দেখা করতে চান রাজ্যপাল। তার পরই ‘বঞ্চনা’ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন তিনি। কলকাতায় ফেরার আগে কালিম্পংয়ে দাঁড়িয়ে সে কথাই জানালেন তিনি। উল্লেখ্য, শনিবারই রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিল তৃণমূলের প্রতিনিধি দল। তার পরই রবিবারই তড়িঘড়ি কলকাতায় ফিরছেন রাজ্য়পাল। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কলকাতায় ফিরে এসেও যদি সময় না দেন, তাহলে বুঝতে হবে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে সেটা করছেন।”
রবিবার বিপর্যস্ত কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকা পরিদর্শনে গিয়েছেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। সেখান থেকে দার্জিলিং ফিরে মধ্য়াহ্নভোজ সেরে বাগডোগরা বিমানবন্দর যাওয়ার কথা ছিল তাঁর। তবে সেই পরিকল্পনা একেবারে শেষ মুহূর্তে বদল করেছেন। প্রশাসন সূত্রে খবর, তিস্তা বাজার থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে যাবেন রাজ্যপাল। সেখান থেকেই কলকাতা ফিরবেন। তবে এসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।
[আরও পড়ুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল জানান, “বঞ্চিতদের সঙ্গে কথা বলব। তাঁদের থেকে সরাসরি অভিযোগ শুনব। তার পর শুধু কেন্দ্র নয়, বিষয়টির সঙ্গে যুক্ত সকল পক্ষের সঙ্গে কথা বলব।” স্বাভাবিকভাবেই সি ভি আনন্দ বোসের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
শনিবারও উত্তরবঙ্গে ছিলেন রাজ্যপাল। সেখানেই তাঁর সঙ্গে দেখা করে তৃণমূলের তিন প্রতিনিধি-কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং প্রদীপ মজুমদার। সন্ধেয় তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূলের তিন নেতা-নেত্রী। বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যা বলেন, কলকাতায় ফিরেই অভিষেকের সঙ্গে দেখা করবেন বলেছেন রাজ্যপাল। তিনি আরও জানিয়েছিলেন, মানুষের দাবি, তৃণমূলের দাবি নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। কিন্তু এদিন ভিন্নমত পোষণ করলেন রাজ্য়পাল। তিনি আগে বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন বলে জানালেন।