shono
Advertisement
WB Lok Sabha Election

হুইলচেয়ারে মা, সকালে ভোট দিলেন রাজ-শুভশ্রী, গণতন্ত্রের উৎসবে শামিল কোয়েল-নুসরতরা

টলিউডের আর কারা ভোট দিলেন?
Published By: Sandipta BhanjaPosted: 12:42 PM Jun 01, 2024Updated: 01:40 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচন(WB Lok Sabha Election) একেবারে শেষ পর্যায়ে। আজ, শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ দেশজুড়ে। এদিন বাংলার মোট ৫৭ আসনে নির্বাচন। আর অন্তিমদফার ভোটেই গণতন্ত্রের উৎসবে মেতে উঠলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারা। শনিবার সকাল থেকেই সেলেবরা বুথমুখী। রাজ-শুভশ্রী, নুসরত জাহান, ঋতাভরী চক্রবর্তী, অপর্ণা সেন থেকে শুরু করে সস্ত্রীক অরিন্দম শীল-সহ সৌরভ-দর্শনারাও।

Advertisement

শনিবার সকাল সকালই ভোট দিলেন অপর্ণা সেন। পরিবর্তনের প্রতিবাদী 'পোস্টার গার্ল' বহুদিনই রাজনৈতিক তর্ক-বিতর্ক থেকে দূরে, তবে এদিন গণতান্ত্রিক দায়িত্ব পালন করে এলেন। সস্ত্রীক গণতন্ত্রের উৎসবে শামিল পরিচালক অরিন্দম শীলও। তনুশ্রী চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তীরাও সোশাল মিডিয়ায় ভোটচিহ্ন দেখিয়ে ছবি পোস্ট করলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অন্তিমদফার ভোটেই গণতন্ত্রের উৎসবে মেতে উঠলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারা।
  • শনিবার সকাল থেকেই সেলেবরা বুথমুখী। বেলা সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বুথে দেখা গেল রাজ-শুভশ্রীকে।
  • রাজ-শুভশ্রী, নুসরত জাহান, ঋতাভরী চক্রবর্তী, অপর্ণা সেন থেকে শুরু করে সস্ত্রীক অরিন্দম শীল-সহ সৌরভ-দর্শনারাও।
Advertisement