মণিশংকর চৌধুরী: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) ফলপ্রকাশের পরেও উত্তপ্ত ভাঙড়। বৃহস্পতিবার দুপুরে আবারও নতুন করে বোমা বিস্ফোরণ। জখম দুই নাবালক-সহ চারজন। জানা গিয়েছে, বোমা বাঁধার সময় ওই চারজন জখম হন। তাঁরা সকলেই সক্রিয় আইএসএফ কর্মী বলেই দাবি। এদিকে, ভোট গণনার পর থেকে এখনও নিখোঁজ জেলাপরিষদের আইএসএফ প্রার্থী জাহানারা খাতুন।
ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। বৃহস্পতিবার দুপুরে আরও একবার নতুন করে ভাঙড়ে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। তাতেই চারজন জখম হন। ঝলসে গিয়েছেন ইমরান মোল্লা (১৬), শাকির হোসেন মোল্লা (১৯), ইনজামুল মোল্লা (১৭) এবং রফিক মোল্লা (৩৩)। তাঁরা এলাকার সক্রিয় আইএসএফ কর্মী বলেই পরিচিত। প্রত্যেকেই কাশীপুর থানা এলাকার বাসিন্দা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশ মোট আটজনকে আটক করে। আহতদের পুলিশ হাসপাতালে ভরতি করেছে।
[আরও পড়ুন: ‘ভোটে জিতলে টাকাই টাকা, সেজন্য লড়াই?’, প্রশ্ন হাই কোর্টের বিচারপতি সিনহার]
এদিকে, ভোট পরবর্তী ভাঙড়ের কাঁটাডাঙা, কাঁঠালিয়া পূর্ব, কাঁঠালিয়া পশ্চিম এলাকা প্রায় পুরুষশূন্য। বহু বাসিন্দাই নিখোঁজ। তাঁরা আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না বলেই দাবি। এখনও নিখোঁজ আইএসএফের জেলাপরিষদ প্রার্থী জাহানারা খাতুন। কোথায় রয়েছেন জাহানারা, তা জানেন না কেউ। আইএসএফের দাবি, প্রশাসনের পরোক্ষ হুমকিতে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। যদিও ঘাসফুল শিবির সেই দাবি অস্বীকার করেছে। পালটা সিপিএম এবং আইএসএফের বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় তিন কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে।
দেখুন ভিডিও: