সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে নানা কটাক্ষ করেছেন। অথচ সভা ভরাতে রাজ্যর শাসকদলের সেই কর্মসূচির থিম সংকেই নাকি হাতিয়ার করলেন শুভেন্দু অধিকারী! ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
ভোটের (Panchayat Vote 2023) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী উভয়পক্ষের নেতা-কর্মীরা। রবিবার পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভীমপুরে শুভেন্দু অধিকারীর একটি সভা ছিল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ওই সভায় অংশ নেননি দলীয় কর্মী-সমর্থকরা। তাই বহু দূর থেকে লোকজন এনে সভায় ভিড় জমিয়েছেন শুভেন্দু। আর সভায় আসা ‘বহিরাগত’দের আকর্ষণ করতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির থিম সং বাজাতেও শোনা গিয়েছে। তাঁর দাবির স্বপক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন কুণাল। শুধু তাই নয়, ভিডিও নিয়ে কারও সন্দেহ হলে আইনের পথ বেছে নিতে পারেন বলেও পরামর্শ তাঁর।
[আরও পড়ুন: ‘ঘুমিয়ে পড়ায় সিগন্যাল দেখতে পাননি চালক’, ওন্দার দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক রেলকর্তা]
কুণাল ঘোষের এই খোঁচা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গেরুয়া শিবিরের দাবি, সভায় ভিড় জমাতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির থিম সংকে কাজে লাগানোর কোনও প্রয়োজনীয়তা নেই।