দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভোটের (WB Panchayat Election 2023) সপ্তাহখানেক আগে আবারও বোমাবাজি। রাজনৈতিক অশান্তিতে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে অশান্তিতে উত্তপ্ত ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ভগবান অঞ্চল।
ভাঙড়ে আইএসএফ প্রার্থীর অভিযোগ, তাঁর লেখা দেওয়াল লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল কর্মী-সমর্থকরা। বোমাবাজিকে কেন্দ্র করে শনিবার সকালে ভগবান এলাকায় উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
[আরও পড়ুন: ‘কোরান পোড়ানো বেআইনি নয়’, বিতর্কের আগুনে ঘৃতাহুতি ন্যাটো প্রধানের]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পুলিশ। অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পথ অবরোধ উঠে যায়। যাতে নতুন করে আর অশান্তির পরিবেশ তৈরি না হয় তাই ভাঙড়ের ভগবান অঞ্চলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।