shono
Advertisement

WB Panchayat Poll: ‘ইডি আসছে ওর হাঁটু ভাঙতে’, জ্যোতিপ্রিয়কে হুঁশিয়ারি সুকান্তর, পালটা তৃণমূলের

সুকান্তকে পালটা জবাব তৃণমূলের।
Posted: 05:55 PM Jun 25, 2023Updated: 06:32 PM Jun 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলায় জেলবন্দি রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী। সিবিআই, ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির অঙ্গুলিহনে কাজ করছে বলে বারবার দাবি করেছে শাসক শিবির। তারই মাঝে ভোটের (WB Panchayat Vote 2023) আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ইডি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘হাঁটু ভেঙে দিতে আসছে’ বলে হুঁশিয়ারি তাঁর। পালটা জবাব দিয়েছে তৃণমূলও।

Advertisement

রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ার কুমড়া কাশীপুরে ভোটপ্রচারে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটপ্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রীকে একহাত নেন তিনি। বলেন, “ইডি আসছে ওঁর হাঁটু ভেঙে দিতে। সময় আসছে সব হিসাব দিতে হবে। ট্রাক ভরতি করে রেশনের চাল, গম বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিলেন। তাই দপ্তর বদলাতে হল। আগে চাল বিক্রি করত চুরি করে। এখন গাছ বিক্রি করছে।”

[আরও পড়ুন: ‘প্রেম বন্ধ করা যাবে না’, প্রেসিডেন্সিতে ‘ভালবাসায় বাধা’ বিতর্কে পড়ুয়াদের পাশে মদন মিত্র]

সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে চলছে জোর চর্চা। ইডি কী করবে না করবে, তা আগে কীভাবে বলে দিচ্ছেন সুকান্ত, সে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি রাজ্য সভাপতিকে পালটা জবাব দিয়েছে তৃণমূলও। সারদা মামলায় এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে দুর্নীতি নিয়ে কথা বলা সুকান্তর মানায় না বলেই কটাক্ষ কুণাল ঘোষের। তবে সুকান্তর হুঁশিয়ারি প্রসঙ্গে এখনও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: বীরভূমের পর পূর্ব মেদিনীপুর, বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার