নন্দন দত্ত, সিউড়ি: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Vote 2023) আগে এনআইয়ের স্ক্যানারে বীরভূমের নলহাটির তৃণমূল প্রার্থী। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তাঁকে। ঘাসফুল শিবিরের দাবি, রাজনৈতিক চক্রান্ত ছাড়া এ আর কিছুই নয়।
ঘটনার সূত্রপাত গত বুধবার। ওইদিন সকালে আচমকাই নলহাটির বাহাদুরপুরে হানা দেয় এনআইএ। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষের একটি পাথর খাদানে তল্লাশি শুরু হয়। ওইদিন বিকেল সাড়ে তিনটে পর্যন্ত তল্লাশি চলে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, অফিসে সে সময় মনোজ ঘোষের ম্যানেজার পার্থকুমার মণ্ডল উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে সঙ্গে নিয়েই পিছনের একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়।
[আরও পড়ুন: ‘গ্রহণযোগ্যতাই নেই’, AG’র সওয়াল মেনে পঞ্চায়েত ভোট বন্ধের মামলা খারিজ করে দিল হাই কোর্ট]
সাড়ে আট ঘণ্টা তল্লাশি চালানোর পরে দুটি ব্যাগে জিলেটিন স্টিক ও ডিটোনেটর ও আগ্নেয়াস্ত্র নিয়ে যায় এনআইএ। তবে তাতে কত পরিমাণ বিস্ফোরক ছিল তা জানা যায়নি। যাওয়ার আগে ঘর দুটি সিল করে দিয়ে যান এনআইএ টিমের সদস্যরা।
নলহাটি এলাকায় যতগুলি পাথর খাদান আছে, তার বেশিরভাগের কোনও সরকারি অনুমতি নেই। অথচ বেআইনি পথেই জিলেটিন, ডিটোনেটর দিয়েই খাদানের পাথরে বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসা চলে। কিছুদিন আগেই ওই এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টিম একটি বড়সড় বিস্ফোরক পাচারকারী দলকে গ্রেপ্তার করে। পরে যার তদন্তভার নেয় এনআইএ।