রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও রঞ্জন মহাপাত্র: তিন রাজ্যের জয়ে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। এই গেরুয়া ঝড়েই তছনছ হবে বাংলার ঘাসফুল দুর্গ। লোকসভাতেই নতুন সূর্য দেখবে বাংলা। দাবি বঙ্গ বিজেপির। রাজ্যে পালাবদল হবে বলেই দাবি করেছেন তাঁরা। একইসঙ্গে কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “এই জয়ের কোনও প্রভাব পড়বে না বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প চু রি করে ওরা জিতেছে।”
রবিবারের বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরছে শিবরাজ সিং চৌহান। রাজস্থানেও পালাবদল হচ্ছে। চমক দিয়ে ছত্তিশগড়েও সরকার গড়ছে পদ্মশিবির। চব্বিশের লোকসভা ভোটের আগে এই ফল নিসন্দেহে অক্সিজেন জোগাচ্ছে অন্তর্কলহে ভুগতে থাকা বিজেপিকে। উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “বিরোধীরা এই ভোটকে সেমিফাইনাল বললেও মোদির ভোট সম্পূর্ণ আলাদা। অন্যান্য রাজ্যের বাঙালিরা এগিয়ে বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছেন। এই রাজ্যেও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। লোকসভাতেও চমক দেবে বিজেপি।” এর পরই কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি।
[আরও পড়ুন: ‘সবচেয়ে বড় অপয়া’, তিন রাজ্যে বিজেপি এগোতেই গেরুয়া নেতার খোঁচা রাহুলকে]
একই দাবি শোনা গিয়েছে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “দেশে একটাই গ্যারান্টি চলে। মোদিজির গ্যারান্টি।” তাঁর দাবি, “লোকসভা ভোটে এই জয়ের ঝড় বাংলায় প্রভাব ফেলবে। ৩৫ আসন জিততে শুরু করবে বিজেপি।” সাংবাদিক বৈঠক করে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “দেশজুড়ে এই জয়ের কৃতিত্ব একমাত্র মোদিজির।” সবমিলিয়ে তিন রাজ্যে বিজেপির নিরঙ্কুশ জয় বাংলাতেও আগামীতে প্রভাব ফেলবে বলে মনে করছে গেরুয়া শিবির।
[আরও পড়ুন: ‘সনাতন ধর্মের অবমাননা করলে ফল ভুগতে হবেই’, BJP-র সাফল্যে উচ্ছ্বসিত ভেঙ্কটেশ প্রসাদ]
দেখুন ভিডিও: