shono
Advertisement

‘কেউ সিপিএমে ভোট দিলেই হাত কেটে দেব’, বামপ্রার্থীর সামনে হুমকি বীরভূমের তৃণমূল নেতার

তীব্র নিন্দার ঝড়।
Posted: 11:42 AM Apr 15, 2021Updated: 04:23 PM Apr 15, 2021

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: নির্বাচন কমিশনের (Election Commssion) আধিকারিকদের সামনেই সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। সিপিএমে ভোট দিলে হাত কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

প্রতিদিনের মতোই বুধবারও বীরভূমের নানুর বিধানসভার আগত্তর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী শ্যামলী প্রধান। গ্রামে ঢুকতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বামপ্রার্থী (CPM candidate)। তৃণমূল পরিচালিত নানুর গ্রাম পঞ্চায়েত সদস্যা জুলি বিবির স্বামী তৃণমূল নেতা নূরমান শেখ তাঁর লোকজনদের নিয়ে শ্যামলী প্রধানকে ঘিরে ফেলে। বলা হয়, “ভোটের সময় ভোট চাইতে চলে এসেছেন। আপনি পাঁচ বছরের বিধায়ক, কোথায় ছিলেন এই পাঁচ বছর? যে রাস্তা দিয়ে আপনি গ্রামে ঢুকলেন প্রচার করতে এটি তৃণমূলের সরকারের করা। আপনি পাঁচ বছর কী করেছেন?” বাধার মুখে পড়ে নূরমান শেখকে বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন শ্যামলী। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

[আরও পড়ুন: ‘নতুনের সূচনা হোক’, নববর্ষে বাংলায় পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীরও]

এসব অশান্তির মাঝে নাছোড়বান্দা তৃণমূল নেতা হুমকি দেন হাত কেটে নেওয়ার। বলেন, “ভোটের সময় উস্কানি দিতে চলে এসেছেন। এখানে সিপিএমকে কেউ একটাও ভোট দেবে না, যে ভোট দেবে তার হাত কেটে দেবো।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল নেতার আচরণের তীব্র নিন্দা করেছে ওয়াকিবহাল মহল।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: করোনার বলি কংগ্রেস প্রার্থী রেজাউল হক, সামশেরগঞ্জের ভোট নিয়ে অনিশ্চয়তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার