নিরুফা খাতুন: দোলের আগেই ধীরে ধীরে বদলাতে শুরু করে আবহাওয়া। বেলা বাড়তে গরমে হাঁসফাঁস দশা হচ্ছে আমজনতার। যদিও বুধবার সকাল থেকেই মুখভার আকাশের। যে কোনও মুহূর্তে বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা-সহ একাধিক জেলা। তবে সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে গোটা বাংলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়, এমনটাই জানাল হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, ছত্তিশগড় থেকে কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। যার প্রভাবে বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। আগামিকাল বৃষ্টিতে ভিজবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার বদলাবে পরিস্থিতি। শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা।
[আরও পড়ুন: ইউসুফ পাঠানকে নাপসন্দ! নির্দল হয়ে ভোটে লড়াইয়ের হুঙ্কার হুমায়ুন কবীরের]
জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। এদিকে রাজস্থান, পঞ্জাব, চণ্ডিগড়, হরিয়ানা-সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ, বুধবার জম্মু-কাশ্মীর লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ড, ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।