shono
Advertisement
WB Weather Update

ইদে বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

বৃষ্টির জেরে কমল তাপমাত্রা।
Posted: 10:23 AM Apr 08, 2024Updated: 12:11 PM Apr 08, 2024

নিরুফা খাতুন: সকাল থেকেই মেঘলা আকাশ। সোমবারও রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার পর্যন্ত ভিজতে পারে উত্তরবঙ্গ। ইদের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে, বৃষ্টির জেরে কমল তাপমাত্রা। একধাক্কায় প্রায় ৪-৫ ডিগ্রি নামল তাপমাত্রার পারদ।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা ছত্তিশগড়, বিদর্ভ ও কর্নাটকের উপর দিয়ে গিয়েছে। অসম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই সপ্তাহে। তার মধ্যে একটি বুধবার এবং অপরটি শনিবার ঢুকবে বাংলায়। আর তার জেরে দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষত হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়াতে বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। হতে পারে বজ্রপাত।

[আরও পড়ুন: ভোটে প্রচুর খরচ, ‘দাদা’কে ভালোবেসে ছাগল বিক্রির টাকা দিলেন গৃহবধূরা, আপ্লুত অধীর]

কলকাতাতেও মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। মঙ্গল ও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে বলেই মনে করা হচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য .৫ মিলিমিটার। এছাড়া উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

[আরও পড়ুন: কাজের চাপে এ কী কাণ্ড! ভাড়াটে গুন্ডা দিয়ে রাস্তায় ফেলে পেটাই অফিসের বসকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকাল থেকেই মেঘলা আকাশ। সোমবারও রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার পর্যন্ত ভিজতে পারে উত্তরবঙ্গ।
  • ইদের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।
  • এদিকে, বৃষ্টির জেরে কমল তাপমাত্রা। একধাক্কায় প্রায় ৪-৫ ডিগ্রি নামল তাপমাত্রার পারদ।
Advertisement