shono
Advertisement

রাজ্যে ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, বাড়বে তাপমাত্রাও

উত্তরবঙ্গে যদিও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
Posted: 11:35 AM Mar 11, 2024Updated: 03:11 PM Mar 11, 2024

নিরুফা খাতুন: ফের রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে যদিও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, এবার বাড়তে পারে তাপমাত্রা। ৩৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও ছুঁতে পারে তাপমাত্রার পারদ।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মঙ্গলবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান ও কর্নাটকে। এই পরিস্থিতিতে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া। আপাতত দুদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে।

[আরও পড়ুন: মুখ পোড়ার ভয়? ব্রিগেডে পালটা সভা চায় না বিজেপি]

কলকাতায় সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলা বাড়লে গরম বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৮৭ শতাংশ। বৃহস্পতিবার অথবা শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই সপ্তাহে বেশ কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী সপ্তাহে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা-সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে। বুধবার সিকিম ও ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ছত্তিশগড়-সহ মধ্যপ্রদেশে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে। কেরল, পণ্ডিচেরিতে উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

[আরও পড়ুন: প্রতিশ্রুতি ভঙ্গ! বারাকপুরের টিকিট না পেয়ে ‘বিদ্রোহী’ অর্জুন ফিরছেন পদ্ম ব্রিগেডে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার