shono
Advertisement

মোদির সভার দিনই উত্তরবঙ্গে বৃষ্টি? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
Posted: 10:29 AM Mar 09, 2024Updated: 10:34 AM Mar 09, 2024

নিরুফা খাতুন: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আসছেন বঙ্গ সফরে। লোকসভা নির্বাচনের আগে শনিবার শিলিগুড়িতে সভা রয়েছে। তারই মাঝে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। তবে শিলিগুড়িতে বৃষ্টির পূর্বাভাস নেই। ভিজতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত পরিষ্কার আকাশ। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তর পশ্চিমের হাওয়া বইবে। সকাল, সন্ধ্যা মনোরম আবহাওয়া। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার। তবে বেলা বাড়লে বাড়বে গরম। শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমবে। শনিবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ।

[আরও পড়ুন: খাস কলকাতায় পার্টিতে কলেজছাত্রীকে মাদকাচ্ছন্ন করে ‘গণধর্ষণ’, ধৃত নাবালক-সহ ৫]

কলকাতায় সকালে মনোরম পরিবেশ থাকবে। তবে বেলা বাড়লে গরম বাড়বে। দিনভর পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৬ শতাংশ।

এদিকে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। রবিবার ও মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করবে উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায়। ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী সপ্তাহে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা-সহ উত্তরপ্রদেশের বেশীরভাগ অংশে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সিকিম ও ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস। কেরল-সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

[আরও পড়ুন: কাঁচা রাজনীতিক! ‘ভগবান ভাবি না ওঁকে’, অভিজিৎ নিয়ে বিস্ফোরক চাকরিপ্রার্থীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার