সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাব শুরু বঙ্গে। শুক্রবার গভীর রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার সকালেও মেঘলা তিলোত্তমার আকাশ। বইছে হাওয়া। কলকাতায় প্রবল বৃষ্টি না হলেও উপকূলের চারজেলা কার্যত ভাসতে পারে বৃষ্টিতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে একধাক্কায় বেড়েছে তাপমাত্রা। উধাও শীতের আমেজ।
হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফেনজলে পরিণত হয়েছে নিম্নচাপ। আজ অর্থাৎ শনিবারই এটি তামিলনাড়ু এবং পণ্ডিচেরি উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা। এর পরোক্ষ প্রভাবেই বদলছে বাংলার আবহাওয়া। এক ধাক্কায় বেড়েছে কলকাতা-সহ গোটা বাংলার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতেও শীতের আমেজ বাধাপ্রাপ্ত হয়েছে। এদিকে শুক্রবার রাত থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তিলোত্তমার আকাশ মেঘলা হলেও বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই বলেই জানিয়েছ আবহাওয়া দপ্তর।
উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। অন্যদিকে, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে।