shono
Advertisement

WB Weather Update: বৃষ্টির বিদায়, ঘূর্ণিঝড়ের চাপ সরতেই বঙ্গে উত্তুরে হাওয়া, রাজ্যজুড়ে কমবে তাপমাত্রা

অবশেষে বঙ্গে শীতের আমেজের ইঙ্গিত।
Posted: 10:16 AM Oct 25, 2023Updated: 01:22 PM Oct 25, 2023

নিরুফা খাতুন: অবশেষে বঙ্গে শীতের আমেজের ইঙ্গিত। ঘূর্ণিঝড়ের চাপ সরে যেতেই উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে রাজ্যে। আগামী দু-তিন দিনে রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলেই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঘূর্ণিঝড় বাংলাদেশে সরে যাওয়ায় বাংলায় আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনাও নেই।

Advertisement

বুধবার হাওয়া অফিসের তরফে জানানো হয়, গভীর রাতে বাংলাদেশেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হামুন। ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে দক্ষিণ চট্টগ্রামে স্থলভাগে প্রবেশ করেছে এই ঘূর্ণিঝড়। ধীরে ধীরে তা শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যা থেকে আর বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই রাজ্যে। তবে উত্তর বঙ্গোপসাগর উপকূল আজও উত্তাল থাকবে বলে জানাচ্ছেন আবহবিদরা। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

[আরও পড়ুন: এই চার পুজোকে দুর্গারত্ন সম্মান দিচ্ছে রাজভবন, পুরস্কার মূল্য কত?]

ইতিমধ্যেই বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিকের নিচে। হাওয়া অফিসের মতে, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি হবে। আগামী দু-তিন দিনে গোটা রাজ্যজুড়েই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা বাড়লে শীতের অনুভূতি কমবে। বাকি জেলায় সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে।

তবে কলকাতায় আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। দিনে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে। আগামিকাল থেকে অবশ্য রাতের তাপমাত্রা কমবে। শীতের আমেজ অনুভূত হবে সকাল ও সন্ধ্যায়। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি।

[আরও পড়ুন: Cricket World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠের বাইরে হার্দিক! দলে ফিরতে পারেন এই তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার