shono
Advertisement

Breaking News

‘ঈশ্বরের ইচ্ছায় ট্রাম্পকে খুন করবই’, সোলাইমানির হত্যার বদলা নিতে ফের হুমকি ইরানের

এছাড়াও ইরানের তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও।
Posted: 02:10 PM Feb 25, 2023Updated: 02:10 PM Feb 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হাতে এসেছে ইরানের (Iran), যা বিরাট দূরত্বে আঘাত হানতে সক্ষম। একধাক্কায় দেড় হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে অব্যর্থ লক্ষ্যে আঘাত হানতে পারে সেটি। এহেন ক্রুজ মিসাইলের কথা জানিয়েছেন ইরানের রেভোলিউশনারি গার্ডসের প্রধান কমান্ডার আমির আলি হাজিজাদ। সেই সঙ্গে তাঁর হুমকি, ”আমরা ট্রাম্পকে খুন করব। ওঁকে খোঁজা হচ্ছে।” এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন কথাই বলতে শোনা গিয়েছে তাঁকে। তাঁর এহেন হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

তিনি বলেছেন, ”ঈশ্বরের ইচ্ছা মেনেই ট্রাম্পকে খুন করব আমরা। এছাড়াও তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। পাশাপাশি, সোলাইমানিকে খুনের পিছনে আরও যাঁরা রয়েছেন, সকলকেই খুন করা উচিত।” প্রসঙ্গত, এর আগেও এই ধরনের হুমকি দিতে দেখা গিয়েছে ইরানকে।

[আরও পড়ুন: তাঁর নাম আরমান, বিয়ে হয় হৈমন্তীর সঙ্গেও, প্রকাশ্যে এসে আর কী বললেন গোপাল দলপতি?]

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হন রেভলিউশনারি গার্ডসে’র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। সেই সময় আমেরিকার মসনদে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁরই নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এরপর থেকেই এর বদলা নেওয়ার হুমকি দিতে দেখা গিয়েছে ইরানকে। এবার ফের একবার শোনা গেল সেই হুমকি। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নতুন করে।

এদিকে ইরান জানিয়েছে ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা জানিয়েছে ইরান। সেই ড্রোনই কিয়েভের বিদ্যুৎকেন্দ্র ও আবাসনগুলিতে হামলায় কাজে লাগিয়েছে মস্কো। গত নভেম্বরেই আমেরিকা দাবি করেছিল, ইরান হাইপারসনিক অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলও বানিয়ে ফেলেছে। তারা সেই ক্ষেপণাস্ত্র রাশিয়াকে দিলে ইউক্রেনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, এই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার দিল চিন, ‘সিঁদুরে মেঘ’ দেখছে আমেরিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement