সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের (India) কাছে বড় ব্যবধানে হার এখন অতীত। যত দ্রুত সম্ভব সেই হারের শোক কাটিয়ে উঠতে হবে পাকিস্তানকে। প্রাক্তন পাক ক্রিকেটার মইন খান (Moin Khan) এমন কথাই বলেছেন তাঁর অনুজদের। ফাইনালে ভারত-পাকিস্তান দেখা হলে আগের হারের প্রতিশোধ নেওয়া যাবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার।
যদিও কলম্বোর আবহাওয়া কিন্তু হিসেব গুলিয়ে দিতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল হবেই এমন কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে ম্যাচ চলছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলম্বোয়। ফলে খেলা স্থগিত হয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য যদি শেষমেশ পাক-শ্রীলঙ্কা ম্যাচ ধুয়েও যায়, তাহলে শ্রীলঙ্কাই পৌঁছে যাবে এশিয়া কাপের ফাইনালে। পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার মইন খান বলেছেন, ”ফাইনালে প্রতিশোধ নেওয়ার আরও একটা সুযোগ মিলবে। তাহলে স্কোরলাইন সমান সমান হবে।”
[আরও পড়ুন: দেশে ফিরে আসার বদলে চোট সারিয়ে অনুশীলনে নামলেন শ্রেয়স]
গ্রুপের প্রথম ম্যাচে শাহিন আফ্রিদি দুর্দান্ত বল করেন। কিন্তু সুপার ফোরের লড়াইয়ে আফ্রিদি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি চটেছেন শাহিন শাহ আফ্রিদির বোলিংয়ে। আফ্রিদি বলেছেন, ”ভারতের বিরুদ্ধে শুরুর দিকে উইকেট তুলতে পারেনি শাহিন। তখনই ওকে হতাশ দেখিয়েছে। নিজেই নিজের উপরে ক্ষুব্ধ ছিল।”