সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজে বিদেশি, অথচ ব্লু টাইগার্সদের নতুন কোচ মানোলো মার্কুয়েজ প্রবলভাবে চান, ভবিষ্যতে এই দেশের জাতীয় কোচের দায়িত্ব থাক একজন ভারতীয়রই হাতে। গুরপ্রীতদের দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে না নামলেও এই দেশে এসে ফেডারেশন কর্তাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন মার্কুয়েজ।
ভবিষ্যতে জাতীয় দলের কোচ কেন ভারতীয় হওয়া উচিত তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, “দেশীয় কোচেরা বিদেশিদের থেকে অনেক ভালোভাবে জানেন এদেশের কর্মপদ্ধতি। দেশের বিভিন্ন অঞ্চল সম্পর্কে একজন বিদেশির থেকে একজন দেশীয় কোচের অভিজ্ঞতা অনেক বেশি। তাই আমি বলব এখানকার ফুটবলকে উন্নতি করতে হলে এটাই লক্ষ্য থাকা দরকার।”
[আরও পড়ুন: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ বাংলাদেশ]
আপাতত তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ফেডারেশনের। জাতীয় দলের পাশাপাশি এই মুহূর্তে তিনি কাজ করবেন এফসি গোয়ার কোচ হিসাবেও। তবে জাতীয় দল আর ক্লাব কোচিংয়ে যে স্বার্থের সংঘাত হবে না তা জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় টিমের নতুন কোচ আরও যোগ করেন, “এটা স্বাভাবিক পরিস্থিতি নয় ঠিকই। পাশাপাশি বলতে পারি প্রথমবার এমন হয়েছে তাও নয়। আন্তর্জাতিক পর্যায়ে খোঁজ নিয়ে দেখেছি এমন উদাহরণ বেশ কয়েকটি রয়েছে। জাতীয় দল তখনই খেলে যখন আইএসএল ম্যাচ থাকে না। তাই জাতীয় দলের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব সবাই।”
রবিবার দিল্লিতে এসে তিনি স্বীকার করে নিয়েছেন, এতদিনে তাঁর জাতীয় দলের কোচিং করানোর দীর্ঘদিনের স্বপ্ন সফল হয়েছে। যোগ করেন, “ স্পেন ছাড়া ভারত দ্বিতীয় দেশ যেখানে আমি সবচেয়ে বেশি দিন থেকেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল জাতীয় দলের কোচ হওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে।”
২০২০ সালে প্রথমবার হায়দরাবাদ এফসির কোচ হয়ে এদেশে পা রেখেছিলেন মানোলো। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইন্টার কন্টিনেন্টাল কাপে খেলতে নামছে ভারত। সেটাই হতে চলেছে মানোলোর প্রথম টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আগে জাতীয় দলের কয়েকদিনের শিবির হতে পারে অগাস্টের শেষের দিকে। এবারের ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারত ছাড়াও অংশ নিতে চলেছে সিরিয়া আর মরিশাস।
এরপরেই অক্টোবরে রয়েছে ভিয়েতনামে ত্রিদেশীয় সিরিজ। ভারতের পাশাপাশি আয়োজক ভিয়েতনামের সঙ্গে সেই প্রতিযোগিতায় থাকছে লেবানন। এই প্রতিযোগিতাগুলো সবকটাই অনুষ্ঠিত হতে চলেছে ফিফা উইন্ডোতে। জাতীয় কোচ আরও বলেন, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারলে জাতীয় দলের দরজা খোলা আই লিগ খেলা ফুটবলারদের জন্য। একই সঙ্গে এদেশের সেরা ফুটবলারদের বিদেশের মাটিতে খেলে নিজেদের মানোন্নয়ন করারও পরামর্শ দিয়েছেন তিনি।
জাতীয় দলকে কেমন রূপে দেখতে চান এমন প্রশ্নে মানোলো জানিয়েছেন, আমার লক্ষ্য এই দেশের ফুটবলের মানোন্নয়ন করা। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত নৈপুণ্যের দিকেও জোর দিতে হবে। জানি বিষয়টা সময় সাপেক্ষ্য।” এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে নামার আগে প্রস্তুতি নেওয়ার জন্য ৬-৭টি ম্যাচ পাবে ভারতীয় দল। সেই ম্যাচগুলোকে কাজে লাগাতে চান ভারতের নতুন কোচ।