shono
Advertisement

Breaking News

বিরাটকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নামবেন না! বোর্ডকে বার্তা রোহিতের

বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে গোটা দুনিয়া।
Posted: 01:39 PM Mar 17, 2024Updated: 01:40 PM Mar 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে (Virat Kohli) নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) দলে রাখা হবে না। তারুণ্যনীতির উপর জোর দিতেই টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকাকে ২০ ওভারের বিশ্বকাপের দলে রাখতে চাইছেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)! এমনটাই গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। যদিও কীর্তি আজাদের (Kirti Azad) দাবি, রোহিত শর্মা (Rohit Sharma) নাকি বিসিসিআইয়ের (BCCI) সচিব জয় শাহকে (Jay Shah) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বিরাটকে ছাড়া তিনি কোনও মতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন না।

Advertisement

এই ইস্যুতে একটি টুইট করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। নিজের X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি খেলবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার জয় শাহ কে? ও তো নির্বাচক নয়। এই দায়িত্ব মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকরের নেওয়া উচিত। বিরাটকে কেন টি-টোয়েন্টি দলে রাখা হবে না, সেটা নিয়ে অজির আগরকর এবং বাকি নির্বাচকদের কথা বলা উচিত।’

[আরও পড়ুন: দ্বিতীয়বার বাবা হয়ে দেশে ফিরলেন বিরাট, কবে যোগ দেবেন আরসিবি-তে?]

 

এখানেই থেমে না থেকে কীর্তি আজাদ ফের লিখেছেন, ‘যতদূর আমি জানি অজিত আগরকর ও বাকিরা নির্বাচকরা বিরাটকে বোঝাতে অক্ষম হয়েছে। এমনকি বিরাটের সঙ্গে কথা বলার জন্য রোহিতকেও অনুরোধ করেছিল জয় শাহ। তবে বিরাটের পাশেই রয়েছে রোহিত। এবং রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিরাটকে যে কোনও শর্তে টি-টোয়েন্টি দলে চাইছে রোহিত। আর তাই আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাটের নাম দেখা শুধু সময়ের অপেক্ষা।’

দ্বিতীয় সন্তানের জন্মের জন্য গত কয়েক মাস ইংল্যান্ডে ছিলেন বিরাট। শনিবার, ১৬ মার্চ রাতে পরিবারের সঙ্গে দেশে ফিরেছেন কিং কোহলি। এদিকে ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন বিরাট ক্রোড়পতি লিগে কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।

[আরও পড়ুন: পিচ বিকৃত করেই বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারত! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement