নিরুফা খাতুন: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত। মঙ্গলবার তা পরিণত হবে নিম্নচাপে। আর তার জেরে সপ্তাহান্তেই আবহাওয়া বদল। শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে শুরু বৃষ্টি। রবিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। এদিকে, ইতিমধ্যে বজ্রাঘাতে প্রাণ হারালেন রিজেন্ট পার্কের বাসিন্দা এক ব্যক্তি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সোমবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার তা পরিণত হবে নিম্নচাপে।
[আরও পড়ুন: ২০ বছর বয়সেই পুলিশের খাতায় নাম, রানাঘাট ডাকাতিতে ধৃত কুন্দন বিহারে পুলিশকর্মী খুনেও যুক্ত?]
আর তার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টির দাপট। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রা। স্বাভাবিকের থেকে দু-তিন ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।