সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের ফলে শহরের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে৷ ছুটির দিনের সকালের আবহাওয়াটা তাই শহরবাসীদের কাছে বেশ আরামদায়ক ছিল৷ আগামী ২৪ ঘণ্টাতেও অবস্থার তেমন পরিবর্তন ঘটবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷
লাগাতার বৃষ্টির ফলে বানভাসি উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যায় গৃহহারা মানুষ৷ জল বাড়ছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, সঙ্কোশ, মানসাই, কালজানি নদীতে৷ কলকাতায় যদিও এখনও পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হওয়ার কোনও খবর নেই৷ তবে হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টাও আকাশ মেঘলা থাকবে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে৷ রবিবারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস৷
The post আগামী ২৪ ঘণ্টায় শহরে আরও বৃষ্টির সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.