নিরুফা খাতুন: পর পর দিন তিনেকের বৃষ্টিতে নিম্নমুখী শহরের তাপমাত্রা। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি নিচে। কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। এর মধ্যেই ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস বলছে, কয়েক ঘণ্টার মধ্যে আকাশ কালো করে বৃষ্টি নামবে দুই জেলায়। বীরভূম ও মুর্শিদাবাদে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে সপ্তাহভর বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়ে রেখেছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণের সাত জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার ভাসবে কলকাতা। উত্তরেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
[আরও পড়ুন: ‘পুবের লোকেরা যেন চিনা, দক্ষিণেররা আফ্রিকানদের মতো’, ফের বোমা ফাটালেন পিত্রোদা]
আর এই বৃষ্টির জেরে তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে বাংলা। একধাক্কায় অনেকটা কমেছে কলকাতার তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি কম। তবে বেলা বাড়লে গুমোটভাব বাড়তে পারে।
শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া-এই পাঁচ জেলায়। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।