নিরুফা খাতুন: কালীপুজোর আগে ঝড়-বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গ। আলোর উৎসবও কি ভাসবে বৃষ্টিতে? আশঙ্কার দোলাচলে ছিল বঙ্গবাসী। এর মাঝেই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টি নয়। তবে কালীপুজোর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সপ্তাহন্তে বা উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু।
আবহাওয়া দপ্তর বলছে, উত্তর অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাও। ফলে আজ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবারও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার থেকে জেলায়-জেলায় মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে; তেমন বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গে কালীপুজোর দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে খুব হালকা বৃষ্টি হতে পারে। পয়লা নভেম্বর থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়ার শুরু। ক্রমশ কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে শুষ্ক আবহাওয়া বিস্তার করবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি চলবে।
কলকাতা রবিবার ভাইফোঁটাতে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।