নিরুফা খাতুন: সপ্তাহভর ঝড়বৃষ্টির পর এবার পারদের ঊর্ধ্বমুখী হওয়ার পালা। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তীব্রতা কমবে। মঙ্গলবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে। ঝড়বৃষ্টি বাড়বে উত্তরে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী তিনদিন পারদ স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে।
[আরও পড়ুন: ফের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ, মৃত অন্তত ৩]
উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
রবিবার বিকেল বা রাতে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃষ্টির তীব্রতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। সকালে মনোরম আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। বেলা বাড়লে সূর্যের তাপে গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে।