shono
Advertisement

‘দেশদ্রোহী’দের সাফ করে পুরস্কারপ্রাপ্ত সোশ্যাল মিডিয়ার ‘ক্লিন দ্য নেশন’ গ্রুপ

দেশদ্রোহী মামলা থাকা ব্যক্তিদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের উপর নজরদারি এদের কাজ৷ The post ‘দেশদ্রোহী’দের সাফ করে পুরস্কারপ্রাপ্ত সোশ্যাল মিডিয়ার ‘ক্লিন দ্য নেশন’ গ্রুপ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Jul 03, 2019Updated: 06:08 PM Jul 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ থেকে দেশদ্রোহীদের দূর করো, দেশ পরিচ্ছন্ন করো৷ এই আদর্শের উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় তৈরি গ্রুপ ‘ক্লিন দ্য নেশন’৷ আর দেশদ্রোহী সাফ করার কাজে নেমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারে পুরস্কার পেল এই গোষ্ঠী৷ আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘ক্লিন দ্য নেশন’-এর পিঠ চাপড়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বললেন, ‘দেশদ্রোহীদের দূর করে দাও৷’

Advertisement

[ আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ইস্তফাপত্র দিয়ে শেষমেশ পদ ছেড়েই দিলেন রাহুল গান্ধী]

আরএসএস পরিচালিত ইন্দ্রপ্রস্থ বিশ্ব সংবাদ কেন্দ্রের আওতায় ‘ক্লিন দ্য নেশন’এর জন্ম৷ সম্প্রতি আরএসএস সংবাদমাধ্যমকে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে৷ তাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি৷ তিনিই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ সংস্থার সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য জানিয়েছেন,‘আমরা ওদের পুরস্কৃত করলাম কারণ, আমরা খেয়াল করে দেখেছি,এরা সত্যিই দেশকে অন্তর থেকে ভালবাসে৷অনেকেরই দেশের প্রতি ভালবাসা আছে,তবে কেউ কেউ এনিয়ে খুব সক্রিয়৷’

‘ক্লিন দ্য নেশন’ গ্রুপটি খুব বেশিদিনের নয়৷ জানা যাচ্ছে, ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর আশুতোষ বশিষ্ঠ নাম একজনের হাত ধরে ফেসবুকে তৈরি হয়েছে এই গোষ্ঠী৷ প্রথমে ৪২ জনকে নিয়ে তৈরি হয় গ্রুপ৷ তবে এই কম সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারা অনেকটাই ছড়িয়ে পড়েছে, দ্রুত জনপ্রিয়ও হয়েছে৷ এদের লক্ষ্য, দেশের পক্ষে বিপজ্জনকদের সরিয়ে দিয়ে দেশকে পরিচ্ছন্ন করা৷ বিশেষত যারা দেশকে ভাগ করার চেষ্টা করছে এবং এই সংকটের সময়ে দেশকে বাঁচানোর চেষ্টা না করে সমালোচনা করে চলে৷ এদের কাজ খুবই নগণ্য, কিন্তু অনেক সময় খুব ভয়ংকর আকার নেয়৷ শুধু তাইই নয়, এখানকার সদস্যদের অন্যতম কাজ, দেশদ্রোহের মামলা যাদের বিরুদ্ধে আছে, তেমন লোকজনকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে সাহায্য করা৷ সেই কাজও এতদিন ধরে করে এসেছে ‘ক্লিন দ্য নেশন’৷ প্রতিষ্ঠাতা সদস্য বশিষ্ঠের কথায়, ‘আমরা গবেষণা করে ১০০জন লোকের সোশ্যাল মিডিয়ার পাতা বের করেছি, যারা দেশ, দেশের মানুষ, সেনাবাহিনীকে অপমান করে আনন্দ পায়৷এদের বিরুদ্ধেই আমাদের কাজ৷’

[ আরও পড়ুন: ছাত্রের গলায় কুঠার, কাশ্মীরি শিক্ষকের ভিডিও ভাইরাল হতেই শোরগোল]

সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এদের এই কাজ ছড়িয়ে গিয়েছে৷ আর তারই ইনাম মিলল৷ প্রশ্ন উঠছে, শুধুই অন্ধ দেশভক্তি দিয়েই আরএসএস-এর মতো হিন্দুত্ববাদী সংগঠনের মন জয় করেছে ‘ক্লিন দ্য নেশন’? 

 Congratulations Team! You deserve this. https://t.co/iEJAHhJ8Sc

— Krishan Pal Gurjar (@KPGBJP) June 29, 2019

The post ‘দেশদ্রোহী’দের সাফ করে পুরস্কারপ্রাপ্ত সোশ্যাল মিডিয়ার ‘ক্লিন দ্য নেশন’ গ্রুপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement