shono
Advertisement

৪ বছর পর খুলল রিষড়ার ওয়েলিংটন জুটমিল, মিটবে পেটের জ্বালা, আনন্দে মাতোয়ারা শ্রমিকরা

শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে খুলল এশিয়ার সর্বপ্রথম পাটকলটি।
Posted: 10:06 AM Feb 29, 2024Updated: 01:53 PM Feb 29, 2024

সুমন করাতি, হুগলি: দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। বুধবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে একটি বৈঠক হয়। তার পরই এশিয়ার সর্বপ্রথম পাটকলটি খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রত্যেকটি স্বীকৃত ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ। 

Advertisement

ব্রিটিশ রাজত্বকালে গঙ্গার পূর্ব এবং পশ্চিম কূল জুড়ে তৈরি হয়েছিল একের পর এক জুটমিল। ১৮৫৪ সালে এশিয়ার প্রথম পাটকল ওয়েলিংটন জুটমিল রিষড়ায় প্রতিষ্ঠিত হয়। প্রায় ২০০ বছরের দোরগোড়ায় পা দেওয়া ঐতিহ্যশালী এই পাটকলটি অত্যন্ত সুনামের সঙ্গে পাট শিল্পের ক্ষেত্রে দেশে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিল। ওয়েলিংটন জুটমিলের পণ্যের খ্যাতি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। শুধুমাত্র চট নয় এর সঙ্গে এখানে একটি অত্যাধুনিক কার্পেট ইউনিটও রয়েছে। প্রায় ৫ হাজার কর্মী এই চটকলে চাকরি করতেন। যখন অন্যান্য জুটমিলগুলো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তখন কিন্তু সগর্বে মাথা তুলে দাঁড়িয়েছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিলটি। 

[আরও পড়ুন: ‘সবার জন্য শিক্ষা’, শাহজাহান গ্রেপ্তার হতেই সরব রাজ্যপাল]

বিগত ২৫ বছর ধরে বেশ কয়েকবার এই মিলে কোনও সময় শ্রমিক অশান্তি, কোনও সময় কাঁচা পণ্যের অভাবে গোলমাল দেখা দিয়েছিল। ২০২০ সালে এই কারখানাটি বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়েন ৫ হাজার শ্রমিক। এর পর থেকেই কারখানাটি খোলা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। বেশ কয়েকবার কারখানাটি খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া সত্ত্বেও কিছু না কিছু কারণে কারখানার দরজা খোলেনি। শেষমেষ গত কয়েক মাস ধরেই এই কারখানাটি খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।

জানা গিয়েছে, গত দুমাস ধরে এই কারখানায় পরিষ্কারের কাজ চলছিল। অবশেষে বুধবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং সরকারপক্ষ মিলে কারখানাটি খোলার কথা ঘোষণা করা হয়। এদিকে ওয়েলিংটন জুটমিল খোলার খবরে বেজায় খুশি সেখানকার শ্রমিকরা। তাঁদের আশা এবার এই কারখানাটি আবার আগের মত স্বমহিমায় ঘুরে দাঁড়াবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার